ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

শাহরুখ খান ‘Damriyaan’ চলচ্চিত্রে হিজড়ার চরিত্রে অভিনয় করতে গিয়েছিলেন!

প্রকাশিত: ২০:৪৫, ১৩ মার্চ ২০২৫; আপডেট: ২০:৫১, ১৩ মার্চ ২০২৫

শাহরুখ খান ‘Damriyaan’ চলচ্চিত্রে হিজড়ার চরিত্রে অভিনয় করতে গিয়েছিলেন!

ছবি : জনকণ্ঠ

বলিউড সুপারস্টার শাহরুখ খান একসময় কাল্পনা লাজমির পরিচালনায় "Damriyaan" সিনেমায় হিজড়া চরিত্রে অভিনয় করতে প্রস্তুত ছিলেন। তবে শিডিউল সমস্যা কারণে শেষ পর্যন্ত তিনি এই প্রজেক্ট থেকে সরে আসেন। শাহরুখ খানের এই ব্যতিক্রমধর্মী চরিত্রে অভিনয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় এটি উভয় পক্ষের জন্যই একটি বড় ক্ষতি হয়ে দাঁড়ায়।

শাহরুখ খান বরাবরই ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে আগ্রহী ছিলেন। "Damriyaan" সিনেমাটি তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র হতে পারত। কাল্পনা লাজমি পরিচালিত এই সিনেমাটি শাহরুখ খানের বৈচিত্র্যময় অভিনয় ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারত। তবে সময়সূচি সমস্যা কারণে এই সুযোগ হাতছাড়া হয়ে যায়।

এক সাক্ষাৎকারে রাজীব শুক্লার সঙ্গে আলাপচারিতায় শাহরুখ খান জানান, তিনি সিনেমাটির কথা শোনার পরই এতে কাজ করার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন। এরপর তিনি অনুপম খেরের মাধ্যমে কাল্পনা লাজমির ফোন নম্বর সংগ্রহ করেন এবং ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ করেন। দুজনের মধ্যকার বৈঠক সফল হয় এবং পরিচালক শাহরুখ খানের আগ্রহ দেখে অত্যন্ত খুশি হন। সবকিছু চূড়ান্ত হওয়ার পর শাহরুখ খান চরিত্র ও কনসেপ্ট নিয়ে তার উত্তেজনার কথা জানান।

তবে শাহরুখ খান একটি শর্ত দেন। তিনি জানান, যেহেতু তাদের বৈঠকটি ডিসেম্বর মাসে হয়েছিল, তাই তিনি সেপ্টেম্বরের আগে শুটিং শুরু করতে পারবেন না। সে সময় তিনি বছরে চারটি সিনেমায় কাজ করছিলেন। তিনি প্রতিশ্রুতি দেন যে, যদি সেপ্টেম্বর থেকে শুটিং শুরু করা হয়, তবে তিনি একটানা ৬০ দিন সিনেমাটির জন্য সময় দেবেন। শুরুতে কাল্পনা লাজমি এই শর্তে রাজি হন।

কিন্তু ফেব্রুয়ারির মধ্যে কাল্পনা লাজমির মত বদলে যায়। তিনি সিদ্ধান্ত নেন যে, সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করা তার পক্ষে সম্ভব নয়। এই কারণে তাদের সহযোগিতা শেষ হয়ে যায় এবং শাহরুখ খান সিনেমাটি ছেড়ে দিতে বাধ্য হন। পরবর্তীতে, "Damriyaan" সিনেমাটি শাহরুখ খান ছাড়াই নির্মিত হয়, যা অভিনেতা ও পরিচালকের জন্য একটি বড় মিসড সুযোগ হয়ে রয়ে যায়।

 

সূত্র: https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/when-shah-rukh-khan-almost-played-an-eunuch-in-a-film/articleshow/118816058.cms

মো. মহিউদ্দিন

×