ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

দীপিকা-আলিয়াকে পেছনে ফেলে রাজত্ব করছেন রাশমিকা মান্দানা!

প্রকাশিত: ১৯:১৮, ১৩ মার্চ ২০২৫; আপডেট: ১৯:২১, ১৩ মার্চ ২০২৫

দীপিকা-আলিয়াকে পেছনে ফেলে রাজত্ব করছেন রাশমিকা মান্দানা!

ছবিঃ সংগৃহীত

দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটকে পেছনে ফেলে বলিউডের নতুন বক্স অফিস কুইন হিসেবে আত্মপ্রকাশ করেছেন রাশমিকা মান্দানা। টানা ব্লকবাস্টার ছবির সাফল্যে বক্স অফিসে রাজত্ব করছেন তিনি। Animal, Pushpa 2, এবং Chhaava-এর মতো সুপারহিট ছবিগুলো মিলিয়ে মাত্র ১৬ মাসেই প্রায় ৩,৩০০ কোটি টাকা আয় করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

রাশমিকা মান্দানাকে ‘ন্যাশনাল ক্রাশ’ বলা হলেও, এখন তিনি শুধুমাত্র সৌন্দর্য নয়, প্রতিভা এবং শক্তিশালী উপস্থিতির জন্যও ব্যাপক প্রশংসিত হচ্ছেন। তাঁর অভিনীত Animal সিনেমাটি কেবলমাত্র হিন্দিতেই ₹৫০২.৯৮ কোটি আয় করেছে। Pushpa 2: The Rule ছবিটি হিন্দি বাজার থেকে ₹৮১২ কোটি আয় করেছে, আর Chhaava ইতিমধ্যে বিশ্বব্যাপী ₹৭০০ কোটি টাকার বেশি সংগ্রহ করেছে।

বলিউডের শীর্ষ অভিনেত্রীদের তালিকায় দীর্ঘদিন দীপিকা পাড়ুকোন একক আধিপত্য বিস্তার করেছিলেন। এরপর আলিয়া ভাটও ব্লকবাস্টার সিনেমার মাধ্যমে প্রতিযোগিতায় প্রবেশ করেন। কিন্তু এখন, রাশমিকা মান্দানা একের পর এক সুপারহিট দিয়ে তাঁদের দুজনকেই টেক্কা দিচ্ছেন।

বিখ্যাত চলচ্চিত্র বিশ্লেষক তারান আদর্শ রাশমিকার সাফল্যের প্রশংসা করে বলেছেন, “এটি রাশমিকার হ্যাটট্রিক! আগে বলিউডে আলিয়া বনাম দীপিকা নিয়ে আলোচনা হতো, এখন রাশমিকা সেই প্রতিযোগিতায় বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছেন।”

সূত্রঃ টাইমস এন্টারটেইনমেন্ট

ইমরান

×