ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

গৌরীর সঙ্গে প্রেম করছেন আমির খান!

প্রকাশিত: ১৯:১৮, ১৩ মার্চ ২০২৫

গৌরীর সঙ্গে প্রেম করছেন আমির খান!

ছবি: সংগৃহীত

কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর আমির খানের এবং অভিনেত্রী ফাতিমা সানা শেখের সম্পর্ক নিয়ে বেশ আলোচনা হয়েছিল। তবে, পরবর্তীতে তাঁদের সম্পর্ক সম্পর্কে আর কিছু জানা যায়নি। গত মাসে ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার একটি প্রতিবেদনে জানা যায়, আমির খান আবার প্রেম করছেন এবং বেঙ্গালুরু থেকে আসা গৌরীর সঙ্গে সম্পর্কের মধ্যে আছেন। সব জল্পনার পর, অবশেষে আমির নিজেই আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন। খবরটি জানিয়েছে ফিল্মফেয়ার।

আগামীকাল ৬০ বছর বয়সে পা দেবেন আমির খান। অভিনেতার জন্মদিন উপলক্ষে আজ বিকেলে মুম্বাইয়ের এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে আমির গৌরীর সঙ্গে সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন, তবে গৌরীর ছবি প্রকাশ না করার অনুরোধ করেন। তিনি জানান, নতুন সম্পর্কটি যতটা সম্ভব ব্যক্তিগত রাখতে চান।

তবে গৌরী সম্পর্কে তেমন কোনো বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। জানা গেছে, গৌরীর বলিউডের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবে তিনি দক্ষিণী চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত কিনা, তা এখনও স্পষ্ট নয়। ফলে তাঁর পেশা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

এছাড়া, আমির তাঁর নতুন সম্পর্কটিকে গুরুত্ব দিয়ে দেখছেন এবং ভবিষ্যতে এই সম্পর্ক নিয়ে কিছু পরিকল্পনাও করেছেন। ইতোমধ্যেই তিনি গৌরীকে পরিবারের সঙ্গে পরিচয় করিয়েছেন। ১৯৮৬ সালে আমির প্রথমে রিনা দত্তকে বিয়ে করেছিলেন।

শিহাব

×