ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ইফতার বিতর্কে থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২১:২৭, ১২ মার্চ ২০২৫

ইফতার বিতর্কে থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

ছবিঃ সংগৃহীত

চেন্নাইয়ে আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানে মুসলমানদের অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।

তামিলনাড়ু সুন্নাত জামাআত সংগঠনের পক্ষ থেকে চেন্নাই পুলিশ কমিশনারের কার্যালয়ে অভিযোগ জানানো হয়। সংগঠনটি দাবি করেছে, অনুষ্ঠানে কিছু অনৈতিক ও অনুপযুক্ত ব্যক্তির অংশগ্রহণের ফলে ধর্মীয় ভাবাবেগ ক্ষুণ্ন হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, ইফতার একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠান, যেখানে শৃঙ্খলা ও ধর্মীয় মর্যাদা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিজয়ের আয়োজিত ইফতার অনুষ্ঠানে মদ্যপ ব্যক্তি ও সমাজবিরোধীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা মুসলিম সম্প্রদায়ের জন্য অবমাননাকর।

সংগঠনটি আরও জানায়, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিজয় কোনো অনুশোচনা প্রকাশ করেননি বা দুঃখপ্রকাশ করেননি, যা তার ধর্মীয় সংবেদনশীলতা ও সম্মানবোধ নিয়ে প্রশ্ন তুলেছে।

তামিলনাড়ু সুন্নাত জামাআত এই ঘটনার জন্য বিজয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে সতর্কতা গ্রহণের আহ্বান জানিয়েছে। তাদের মূল উদ্দেশ্য হলো ধর্মীয় মর্যাদা ও সম্মান রক্ষা করা।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে থালাপতি বিজয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্রঃ https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/complaint-filed-against-thalapathy-vijay-over-iftar-event-controversy/articleshow/118873854.cms

ইমরান

×