ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ছেলেরাই তো গিফট করবে, মেয়েরা না: প্রিয়াঙ্কা জামান

প্রকাশিত: ১৮:৩১, ১২ মার্চ ২০২৫

ছেলেরাই তো গিফট করবে, মেয়েরা না: প্রিয়াঙ্কা জামান

ছ‌বি: সংগৃহীত

মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে মিডিয়ার সামনে আসেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন তার ব্যবহার করা পারফিউমের মূল্য সর্বোচ্চ এক লাখ টাকার উপরে।

এতো টাকা দিয়ে পারফিউম তিনি গিফট পান কিনা জানতে চাইলে বলেন এগুলো তিনি নিজের টাকায় কিনেন। আবার বলেন, "গিফট পাইলেও বলবোনা এখানে।"

এরপর বলেন, "পারফিউম ছেলেরাইতো গিফট করবে, মেয়েরাতো পারফিউম গিফট করে না।"

আবীর

×