ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

তাসনুভা তিশা

আমাদের সোসাইটিতে পুরুষরা ডমিনেট করে; এটা ভালো না

প্রকাশিত: ১৬:৩০, ১২ মার্চ ২০২৫

আমাদের সোসাইটিতে পুরুষরা ডমিনেট করে; এটা ভালো না

ছ‌বি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা এবার মুখ খুললেন নারী অভিনেত্রীদের মিডিয়ায় কাজ করতে গেলে প্রতিবন্ধকতা নিয়ে।

তিনি বলেন, "নারী অভিনেত্রীদের অনেক প্রতিবন্ধকতা ফেইস করতে হয়। আমাদের সোসাইটি হচ্ছে মেইল ডমিনেটিং। মিডিয়াও একটা মেইল ডমিনেটিং জায়গা। এখানে প্রত্যেকটা লেয়ারে পুরুষরা ডমিনেট করছে। এটা ভালো নয়।"

বাজে প্রস্তাবে রাজি হওয়ার জন্য ক্যারিয়ার থেমে গেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটা আপনার উপর নির্ভর করে। ব্যাপারটা এমন না। বাজে প্রস্তাব আসবেই এবং সেটাকে কিভাবে নাকচ করছেন সেটা আপনার উপর। আমাকে মানুষ আসলে ভয় পায়। কি জানি বলে দেই, মানসম্মানে না টান লেগে যায়।"

আবীর

×