
ছবি: সংগৃহীত
সম্প্রতি ভারতের সেলিব্রিটি জ্যোতিষী সুশীল কুমার একটি অনুষ্ঠানে জানিয়েছেন, সালমান খান আর শাহরুখ খান নাকি মারা যাবেন ৬৭ বছর বয়সে। শুধু কি তাই? এই জ্যোতিষীর আরও দাবি, সালমান নাকি তিলে তিলে শেষ হয়ে যাবেন।
সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে এসে সুশীল কুমার বলেন, ‘শাহরুখ খানের সময় এখন ঠিক চলছে। কিন্তু ২৫, ২৬, ২৭ সাল সালমানের খুব খারাপ যাবে।’
তিনি আরও যোগ করেন, ‘সালমানের খুব বড় অসুখ হবে। ঠিক হবে না। এমন কোনও অসুখ হবে যার নাম মুখে আনাও যায় না।’
সুশীল যোগ করেন, ‘একই সালে মারা যাবেন দুজনেই। সালমানের শেষের দিনগুলো খুব খারাপ কাটবে। খুব কষ্ট পাবেন তিনি।’
জ্যোতিষীর আরও দাবি, কোষ্ঠী বিচার করে তিনি এরকমই ইঙ্গিত পেয়েছেন।।
শিহাব