ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বিরিয়ানি প্রেমে শাহরুখ! কিন্তু এই স্পেশাল রান্না কার জন্য?

প্রকাশিত: ১৩:৪১, ১২ মার্চ ২০২৫; আপডেট: ১৩:৪৪, ১২ মার্চ ২০২৫

বিরিয়ানি প্রেমে শাহরুখ! কিন্তু এই স্পেশাল রান্না কার জন্য?

বলিউডের দুই আইকন শাহরুখ খান ও জিনাত আমান একসঙ্গে হাজির হলেন একটি নতুন বিজ্ঞাপনে, যা দেখে উচ্ছ্বসিত ভক্তরা। জনপ্রিয় রাইস ব্র্যান্ডের এই বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক সুজিত সরকার।

বিজ্ঞাপনে দেখা যায়, শাহরুখ খান নিজে হাতে বিরিয়ানি রান্না করছেন এবং জিনাত আমানকে তা খাওয়ানোর চেষ্টা করছেন! এটি দেখে বহু ভক্তই মনে করছেন যেন এক নতুন "ডন" অধ্যায় শুরু হলো।

ভিডিওতে শাহরুখকে ফোনে গৌরী খানের সঙ্গে কথা বলতে শোনা যায়, যেখানে তিনি বলেন, "আমি একজন স্পেশাল ব্যক্তির জন্য দাওয়াত তৈরি করছি।" অন্যদিকে, ও.জি. রোমা অর্থাৎ জিনাত আমান বিজ্ঞাপনে তার চিরপরিচিত স্টাইলিশ সানগ্লাস পরে রয়েছেন।

ভক্তদের প্রতিক্রিয়া:
একজন লিখেছেন, "ডন নিজে রান্না করছে? রোমার জন্য? এটা স্বপ্নের মতো!"
আরেকজন মন্তব্য করেছেন, "শাহরুখকে শেফ হিসেবে দেখতে চাই, Cheeni Kum 2 হলে মন্দ হয় না!"
আরেকজন বলেন, "বয়স কোনো বাধা নয়, শাহরুখ যদি অভিজ্ঞ অভিনেত্রীদের সঙ্গে নন-রোমান্টিক কিন্তু ইন্টারেস্টিং চরিত্রে কাজ করেন, তাহলে তিনি ৮০ বছর পর্যন্ত রাজত্ব করবেন!"

 

রাজু

×