ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বাবা হতে চলেছেন সিদ্ধার্থ! কিন্তু তার প্রথম পরামর্শ শুনলে চমকে যাবেন

প্রকাশিত: ১২:৫৫, ১২ মার্চ ২০২৫

বাবা হতে চলেছেন সিদ্ধার্থ! কিন্তু তার প্রথম পরামর্শ শুনলে চমকে যাবেন

বলিউডের জনপ্রিয় দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি গত মাসে ঘোষণা দিয়েছেন যে তারা প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। তাদের বিয়ের দুই বছরের মধ্যে এই সুখবর এলো। সম্প্রতি, সিদ্ধার্থ প্যারেন্টিং নিয়ে তার প্রথম মতামত প্রকাশ করেছেন এবং লিঙ্গভেদে নয়, বরং সার্বিকভাবে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।

লিলি সিংয়ের পডকাস্টে কথা বলতে গিয়ে সিদ্ধার্থ বলেন, "ছোটবেলা থেকেই ছেলেদের নিয়ন্ত্রণে রাখা দরকার, এটাই আমার লক্ষ্য হবে, সন্তান মেয়ে হোক বা ছেলে।" তিনি আরও জানান, তার ও তার ভাইয়ের লালন-পালনের প্রধান ভূমিকা ছিল তাদের মায়ের। কারণ, তার বাবা মেরিনার হওয়ায় দীর্ঘ সময় ভ্রমণে থাকতেন। "আমার মা ছিলেন আমাদের জন্য এক প্রকৃত শক্তি। বাবার অনুপস্থিতিতে তিনি বাবা-মা দুজনের ভূমিকা পালন করেছেন, এমনকি বন্ধুদের সঙ্গে ব্যবসাও করতেন," বলেন সিদ্ধার্থ।

তিনি আরও স্মৃতিচারণ করেন, ছোটবেলায় তিনি বুঝতেই পারেননি যে তার মা একজন কর্মজীবী নারী ছিলেন। "দিল্লির বাড়িগুলোর ছোট ছোট গ্যারেজ থাকে, সেখানে আমার মা ও তার এক ঘনিষ্ঠ বন্ধু মিলে একটি বুটিক খুলেছিলেন। আমি তখন বুঝিনি, কিন্তু এখন বুঝতে পারি, আমার শৈশবের বড় প্রভাব আমার মায়ের কাছ থেকেই এসেছে," বলেন তিনি।

 

রাজু

×