ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে: ঐতিহ্য ও জাঁকজমকতার এক অবিস্মরণীয় অধ্যায়

প্রকাশিত: ০৯:৫৩, ১২ মার্চ ২০২৫; আপডেট: ০৯:৫৪, ১২ মার্চ ২০২৫

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে: ঐতিহ্য ও জাঁকজমকতার এক অবিস্মরণীয় অধ্যায়

ছবি: সংগৃহীত

এক বছর আগে ভারতের অন্যতম ধনী পরিবার আম্বানিদের কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের ‘হস্তাক্ষর’ অনুষ্ঠান ভারতীয় ঐতিহ্য এবং আন্তর্জাতিক গ্ল্যামারের এক অনন্য মেলবন্ধন হিসেবে বিশ্ববাসীর নজর কেড়েছিল। এই রাজকীয় আয়োজনে ছিল ভারতের সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা, চমকপ্রদ আয়োজন এবং বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের উপস্থিতি। এক বছর পর ফিরে দেখা এই আয়োজনের মহিমা যেন এখনও অমলিন।


গুজরাটের জামনগরে অবস্থিত আম্বানিদের বিশাল এস্টেটে অনুষ্ঠিত হয় এই রাজকীয় অনুষ্ঠান। মন্দির চত্বরে পবিত্র বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজন আম্বানি পরিবারের ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন। ভারতীয় সংস্কৃতির মহিমা তুলে ধরতে পুরো আয়োজনের নকশা করা হয়েছিল সূক্ষ্ম কারুকাজ, ঐতিহ্যবাহী শ্বেতপাথরের মণ্ডপ এবং ফুলেল সাজসজ্জার মাধ্যমে।


এই অনুষ্ঠানে কেবল ভারতীয় চলচ্চিত্র জগতের তারকারাই নন, উপস্থিত ছিলেন বিশ্বের প্রথম সারির উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন মেটার সিইও মার্ক জাকারবার্গ, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, মার্কিন রাজনীতিক ইভাঙ্কা ট্রাম্প, এবং অনেক খ্যাতনামা আন্তর্জাতিক তারকা। তাদের উপস্থিতি আম্বানি পরিবারের বৈশ্বিক সংযোগ এবং প্রভাবেরই প্রতিফলন।

এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিশ্বখ্যাত পপ আইকন রিহানা মঞ্চ মাতান তার দুর্দান্ত পরিবেশনার মাধ্যমে, যা ভারতীয় রাজকীয় আয়োজনে এক নতুন মাত্রা যোগ করে। অন্যদিকে, পাঞ্জাবি মিউজিক সেনসেশন দিলজিৎ দোসাঞ্জ তার সুরের জাদুতে অতিথিদের নাচিয়ে তুলেছিলেন। পশ্চিমা সংগীত ও ভারতীয় ঐতিহ্যবাহী বিনোদনের এই মিশ্রণ পুরো অনুষ্ঠানকে এক অনন্য মাত্রায় নিয়ে যায়।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের হস্তাক্ষর অনুষ্ঠান ছিল শুধুমাত্র একটি প্রথাগত আয়োজন নয়, এটি ছিল ভারতের ঐতিহ্য, আধুনিকতা ও বিশ্বব্যাপী সংযোগের এক নিখুঁত প্রতিচিত্র। একদিকে প্রাচীন হিন্দু সংস্কারের ছোঁয়া, অন্যদিকে বিশ্বের শীর্ষস্থানীয় তারকা ও প্রযুক্তিবিদদের উপস্থিতি—এই দুইয়ের মিশ্রণে গঠিত এই রাজকীয় আয়োজন নিঃসন্দেহে ভারতীয় অভিজাত বিয়ের ইতিহাসে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে।

এক বছর পেরিয়ে গেলেও অনন্ত ও রাধিকার এই মহাকাব্যিক আয়োজনের রেশ এখনও রয়ে গেছে। এটি শুধুমাত্র আম্বানি পরিবারের জাঁকজমকের প্রতীক নয়, বরং ভারতীয় ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনের এক অবিস্মরণীয় উদাহরণ। ভবিষ্যতে এমন আয়োজন হয়তো আরও হবে, তবে এই হস্তাক্ষর অনুষ্ঠান তার বিশালতা, সৌন্দর্য ও বিশ্বজনীনতার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।

কানন

×