ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

গুরুতর আহত হৃতিক

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৩:৫১, ১২ মার্চ ২০২৫

গুরুতর আহত হৃতিক

ছবি: সংগৃহীত

বলিউডের গ্রীক গড’খ্যাত অভিনেতা হৃতিক রোশন শুটিং সেটে আহত হয়েছেন। জুনিয়র এনটিআরের সঙ্গে আসন্ন ছবি ‘ওয়ার ২’-এর শুটিং চলছে তার। অ্যাকশন ঘরানার এই সিনেমার জন্য ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষায়। চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমা এটি। তবে হৃতিকের দুর্ঘটনার খবরে চিন্তিত ভক্তরাও। রিহার্সালের সময় সেটেই আহত হয়েছিলেন হৃতিক বলে খবর। চিকিৎসকরা তাকে প্রায় এক মাস বিশ্রামের পরামর্শ দিয়েছেন বলে শোনা যাচ্ছে। আপাতত কি তবে শুটিং স্থগিত? কবে মুক্তি পাবে সিনেমাটি?

সূত্রের খবর, হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর ছবির একটি গানের মহড়া করছিলেন। সেই সময় হৃতিকের পায়ে চোট লাগে। ফলে সমস্যা যাতে আর না বাড়ে তাই ডাক্তার তাকে চার সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। তবে এখনও পর্যন্ত ছবিটির মুক্তির তারিখ পরিবর্তন হয়নি বলেই খবর।
 
বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, জুনিয়র এনটিআরের সঙ্গে গানটির মহড়ার সময় হৃতিকের পায়ে গুরুতর আঘাত লাগে। তাই তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সূত্রের খবর, গানটির শুটিং আবার মে মাসে হতে পারে। তবে ছবিটির ইতিমধ্যেই পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু করেছে।

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ওয়ার ২’ আদিত্য চোপড়ার ‘যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স’-এর একটি অংশ। একঝাঁক তারকাখচিত এই সিনেমাটি একেবারে অন্য ভাবে জায়গা করে নেবে দর্শকের মনে। হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর ছাড়াও, এই ছবিতে দেখা যাবে কিয়ারাকেও। হৃতিককে মেজর কবীর ধালিওয়ালের ভূমিকায় পুনরায় অভিনয় করতে দেখা যাবে। অন্য দিকে, জুনিয়র এনটিআরও এই সিনেমার হাত ধরে বলিউডে পা রাখছেন। ছবিটি ২০১৯ সালের অ্যাকশন থ্রিলার ‘ওয়ার’-এর সিক্যুয়েল।

শহীদ

×