
ছবিঃ সংগৃহীত
ফ্রিল্যান্সার হিসেবে অল্প সময়েই তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তমা রশিদ। তিনি একাধারে মডেল, উপস্থাপিকা, ভয়েস আর্টিস্ট এবং লেখিকা।
সম্প্রতি চ্যানেল ওয়ান-এর একটি সাক্ষাৎকারে জনপ্রিয় উপস্থাপক শাহারিয়ার নাজিম জয় তমা রশিদকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। জয় বলেন, "এখন তুমি হোস্ট, আমি গেস্ট। আমাকে তুমি প্রশ্ন করো।"
তবে তমা রশিদ একথা শুনেই কিছুটা নার্ভাস হয়ে পড়েন। তিনি বলেন, "আমার জন্য এটা খুবই কঠিন, কারণ আমার সামনে যিনি বসে আছেন, তাকে আমি বাঘের মতো ভয় পাই!"
এমন মন্তব্য শুনে জয় হাসতে হাসতে বলেন, "তুমি কখনো আমাকে দেখেছো?"
জবাবে তমা রশিদ বলেন, "অবশ্যই টেলিভিশনে দেখেছি।" তখন জয় মজার ছলে বলেন, "তাহলে তুমি সরাসরি জীবনে বাঘ দেখলে! তুমি আমাকে মানুষই মনে করছো না?"
এতে তমা রশিদ হেসে বলেন, "বাঘ রূপেই মানুষ ভাবছি!" জয় মজার সুরে বলেন, "এটা একজন মানুষের জন্য কত বড় দুর্ভাগ্য! আমি এত সুইটভাবে কথা বলছি, এত সুন্দরভাবে তোমার সাথে ইন্টারভিউ নিচ্ছি, তারপরও তুমি আমাকে বাঘ বলছো!"
তমা রশিদ তখন ব্যাখ্যা দিয়ে বলেন, "মানে, আপনি এখন সত্যিই অনেক সুন্দর করে কথা বলছেন। কিন্তু আপনার অন্যান্য ইন্টারভিউ দেখে আমি এতটাই ভয় পেয়েছিলাম যে আমি এখনো নার্ভাস! আমার মনে হচ্ছে, আজকে যদি উল্টাপাল্টা কিছু বলি, তাহলে আমি শেষ!"
ইমরান