
ডিজে রাহাত
ডিজে রাহাত তার নিজের পরিকল্পনা, তত্ত্বাবধান ও পরিচালনায় একশ গান একদিনেই মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন করেছেন। মিউজিক অ্যারেঞ্জম্যান্টে ছিলেন শান সায়েক ও আদিব কবির। ডিজে রাহাতের মিউজিক্যাল প্রজেক্ট ই-পিয়ানোর সঙ্গে এই প্রজেক্টে যুক্ত আছে মিউজিক আলফা।
এই প্রজেক্টে যে একশ শিল্পী গান গেয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন লুইপা, ঝিলিক, ইউসুফ, পারভেজ প্রমুখ। ডিজে রাহাত জানান, তার নিজের ইউটিউব চ্যানেল ডিজে রাহাতসহ শান সাইক, আদিব কবির, মিউজিক আলফাসহ প্রত্যেক শিল্পীর ইউটিউব চ্যানেলে গানগুলো প্রকাশ পাবে।
ডিজে রাহাত বলেন, দেখা যায় যে শিল্পীরা গান গাওয়ার পর সেই গান শুধু প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলেই প্রকাশ পায়। বা শিল্পীরা গান করে তা রেকর্ড লেভেলকে দিয়ে দেন। হাতেগোনা কয়েকজন শিল্পী ছাড়া আর কেউই নিজেদের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলে গান প্রকাশে মনোযোগী বা আগ্রহী না। কিন্তু আমি মনেকরি শিল্পীদের নিজস্ব ইউটিউব চ্যানেলের প্রতি মনোযোগী হওয়া ভীষণ প্রয়োজন। একটা নির্দিষ্ট বয়সের পর শিল্পীদের গানে খুব বেশি ব্যস্ততা থাকে না।