
প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ডিরেক্টরস গিল্ডের সদস্যরা
দেশজুড়ে চলমান বিভিন্ন সংকটের মধ্যে সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে নারী ও শিশুদের ওপর হওয়া সহিংসতা ও ধর্ষণ।
ধর্ষণের প্রতিবাদে ডিরেক্টরস গিল্ড মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। এ সময় ডিরেক্টরস গিল্ডের সভাপতি, সহ-সভাপতিসহ উপস্থিত ছিলেন নাটকের শিল্পী ও নির্মাতারা।
এ সময় প্রতিবাদ করে যুগ্ম-সাধারণ সম্পাদক দিন মোহাম্মদ মন্টু বলেন, এই দেশ আমরা চাইনি। বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ, তিন মাসের মধ্যে ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। সহ-সভাপতি ফিরোজ খান বলেন, সামাজিক, পারিবারিকভাবে আমরা এখন খুবই সংকটের ভেতর দিয়ে যাচ্ছি। আমরা আসলে একটা স্বাভাবিক জীবন যাপন করতে চাই। বর্তমান সরকার যেন সেই নিরাপত্তা দেয়।
নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল বলেন, এত অন্যায়, অত্যাচার, বৈষম্য মেনে নিতে পারব না। নিজের জীবন দিয়ে হলেও আমরা নারীদের সম্ভ্রম রক্ষা করব। নারী নির্মাতা লিপি আইচ বলেন, নারীদের পাশাপাশি পুরুষদেরও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। নারী নির্মাতা ও ডিরেক্টর গিল্ডের সহ-সভাপতি রাশেদা আক্তার লাজুক বলেন, দেশে এখন যা চলছে তা মেনে নেওয়া সম্ভব নয়।
সমাজের অস্থিরতার এই সময়ে, শিকার হচ্ছে নারী ও শিশুরা। আমরা নারী ও শিশুদের নিরাপত্তা চাই। মানববন্ধনে উপস্থিত ছিলেন অভিনেতা ও ডিরেক্টরস গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম, নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল, অনন্ত হীরা, দিন মোহাম্মদ মন্টু, ফিরোজ খান, চয়নিকা চৌধুরী, রাশেদা আক্তার লাজুক, লিপি আইচ, প্রীতি দত্তসহ অনেকে। তারা সবাই নারী ও শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে নিজেদের একাত্মতা প্রকাশ করেন।