
ছবি: সংগৃহীত
বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র নায়ক অমিত হাসান বর্তমান চলচ্চিত্রের অবস্থায় চরম হতাশা প্রকাশ করেছেন। দেশের সিনেমা ইন্ডাস্ট্রির ক্রমশ অবনতিশীল পরিস্থিতি নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, "এক কথায় চলচ্চিত্রের অবস্থা এখন একদম ভালো না। যেকারণে যখন দেখি যে এখানের অবস্থা ভালো না, তখন চলে যাই আমেরিকাতে।"
তবে দেশের প্রতি তাঁর ভালোবাসা এখনও অটুট। তিনি বলেন, "আবার প্রাণের টানে, দেশের টানে কয়েকদিন এসে থেকে যাই।"
এক সময়ের ব্যস্ত এই নায়ক বর্তমানে খুব একটা চলচ্চিত্রে দেখা না গেলেও তাঁর অভিনয় দক্ষতা ও জনপ্রিয়তা আজও দর্শকের মনে গেঁথে আছে। তবে দেশের বিনোদন জগতের এই মন্দাবস্থা তাঁকে যেমন হতাশ করেছে, তেমনি নিজের শেকড়ের টান তাঁকে বারবার ফিরিয়ে আনে বাংলাদেশের মাটিতে।
আবীর