ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

মাদক মামলায় খালাস পেলেন মডেল পিয়াসা

প্রকাশিত: ১৬:৪৪, ১১ মার্চ ২০২৫

মাদক মামলায় খালাস পেলেন মডেল পিয়াসা

ছবি: সংগৃহীত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় খালাস পেয়েছেন মডেল ফারিয়া মাহবুব পিয়াসা। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মঙ্গলবার ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ, তারেক এজাজের আদালত এ রায় ঘোষণা করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইদুর রহমান জানান, আসামি পিয়াসা আদালতে হাজির হননি, এবং তার অনুপস্থিতিতে আদালত এ রায় দেন।

এ ঘটনায় জানা গেছে, ২০২১ সালের ১ আগস্ট পুলিশ সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের সদস্যরা পিয়াসাকে তার বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করেন। পুলিশ তার বাসা থেকে ৭৮০ পিস ইয়াবা, ৮ বোতল বিদেশি মদ ও ৪ ক্যান বিয়ার উদ্ধার করে। পরবর্তীতে গুলশান থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

২০২১ সালের ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডি পুলিশের পরিদর্শক মো. আব্দুল লতিফ আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২৩ সালের ১১ জানুয়ারি পিয়াসার বিরুদ্ধে অভিযোগ গঠন করার মাধ্যমে এ মামলায় বিচার কার্যক্রম শুরু হয়। বিচার চলাকালে আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

মামলার সকল প্রমাণ এবং সাক্ষীদের বর্ণনার পর আদালত জানায় যে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় পিয়াসাকে খালাস দেওয়া হয়েছে।

নুসরাত

×