
ছবি: সংগৃহীত
শুধুমাত্র সিনেমায় নয়, বিজ্ঞাপন জগতেও শক্ত অবস্থান প্রতিষ্ঠিত করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী । সম্প্রতি তিনি তিব্বত বিউটি সোপের একটি নতুন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।
বিজ্ঞাপনটি নিয়ে বুবলী বলেন, “বিশ্বের বিভিন্ন দেশের তারকারা অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন, আর আমাদের দেশের তারকারাও এর বাইরে নন। তবে, আমি যখন কোনো পণ্যের বিজ্ঞাপনে কাজ করি, তখন অবশ্যই তার গুণগত মান সম্পর্কে জানার পরেই কাজ করি। কারণ, একজন শিল্পী হিসেবে আমার দায়িত্ব থাকে সেই পণ্যটি দর্শকদের কাছে সঠিকভাবে উপস্থাপন করা।”
তিনি আরও বলেন, “তিব্বত লাক্সারি সোপের ব্যাপারে দর্শক ও ক্রেতারা ইতিমধ্যে জানেন, তাই আমি আগ্রহ নিয়েই এর বিজ্ঞাপনে কাজ করেছি। তিব্বতের বিজ্ঞাপনগুলো সাধারণত খুব সুন্দর হয় এবং এতে এক ধরনের শুভ্রতা থাকে। এবারের বিজ্ঞাপনটিও সনক দাদা খুব যত্ন নিয়ে তৈরি করেছেন, আর আমি এর সাথে পুরোপুরি সন্তুষ্ট। আশা করছি, বিজ্ঞাপনটি প্রচারে এলে দর্শকরা এটি ভালোভাবে গ্রহণ করবেন।”
এছাড়াও, কিছুদিন আগে বুবলী তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশনস’ এর ঘোষণা দেন। যদিও আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটি শিগগিরই যাত্রা শুরু করবে। তিনি জানিয়েছেন, আগামী কোরবানির ঈদে তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত নাটকটি প্রচারে আসবে।
শিহাব