ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

শাকিব খানকে আমি চ্যালেঞ্জ করতে চেয়েছিলাম

প্রকাশিত: ১৪:৪৯, ১১ মার্চ ২০২৫

শাকিব খানকে আমি চ্যালেঞ্জ করতে চেয়েছিলাম

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘বরবাদ’-এর টিজার প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত ১ মিনিট ৪৪ সেকেন্ডের এই টিজারে অন্য এক শাকিব খানকে দেখা যায়। ‘বরবাদ’-এ দর্শকরা যে ধুন্ধুমার অ্যাকশন দেখতে পাবেন, মিলেছে তার আভাসও। 

বরবাদ সিনেমার টিজার প্রকাশের পর থেকে শুধু বাংলাদেশে নয় ওপার বাংলায়ও চলছে জোর আলোচনা।টলিউড থেকে শুরু করে বলিপাড়া সব জায়গায় প্রশংসায় ভাসছেন সাকিব।

শাকিবের টিজার প্রকাশ হওয়ার পর থেকে শাকিবকে নিয়ে এক অনুষ্ঠানে কথা বলেছেন ওপার বাংলার মেগাস্টার জিৎ।

জিৎ শাকিব খানকে নিয়ে বলেন বরাবাদের শাকিবের অভিনয়, লুক,ডায়ালগ ডেলিভারি অন্য লেভেলের।

শাকিবের প্রশংসা করে জিৎ আরো জানিয়েছেন, শাকিব খানকে আমি চ্যালেঞ্জ করতে চেয়েছিলাম কিন্তু বরবাদ এর ফার্স্ট লোক দেখে ভয় পেয়েছি।

ফুয়াদ

×