ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

কেন শ্রীদেবীর সঙ্গে কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আমির?

প্রকাশিত: ১৩:০৫, ১১ মার্চ ২০২৫

কেন শ্রীদেবীর সঙ্গে কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আমির?

ছবি: সংগৃহীত।

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান আজ যে উচ্চতায় পৌঁছেছেন, তার ভিত্তি গড়ে উঠেছিল ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ‘কিয়ামত সে কিয়ামত তাক’ সিনেমার মাধ্যমে। ছবিটির সাফল্যের পর রাতারাতি বলিউড সেনসেশনে পরিণত হন তিনি। নির্মাতারা তার জনপ্রিয়তাকে কাজে লাগাতে চেয়েছিলেন, ফলে একের পর এক সিনেমার প্রস্তাব আসতে থাকে তার কাছে।

সেই সময়কার অন্যতম সুপারস্টার শ্রীদেবীর বিপরীতেও আমির খানকে কাস্ট করার পরিকল্পনা করেছিলেন নির্মাতারা। এমনকি একটি সিনেমার জন্য আমির-শ্রীদেবীর ফটোশুটও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আমির নিজেই সিনেমাটি থেকে সরে দাঁড়ান।

কেন শ্রীদেবীর সঙ্গে কাজ করতে চাননি আমির?

তৎকালীন সাক্ষাৎকার ও বলিউডের নানা প্রতিবেদন অনুসারে, আমির খান মনে করেছিলেন শ্রীদেবীর সঙ্গে তার জুটি পর্দায় জমবে না। মূলত, বয়সের পার্থক্যই ছিল প্রধান কারণ। শ্রীদেবী তখন বলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজন, আর আমির তখনও নতুন। তিনি ভাবতেন, শ্রীদেবীর বিপরীতে অভিনয় করলে তার নিজস্ব পরিচিতি চাপা পড়ে যেতে পারে।

শুধু তাই নয়, সে সময় আমির খান স্পষ্টভাবে পরিচালক ও প্রযোজকদের জানিয়েছিলেন, তিনি শুধুমাত্র নতুন ও উঠতি অভিনেত্রীদের সঙ্গেই কাজ করতে চান। এই তালিকায় ছিলেন মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, কারিশমা কাপুর ও রবীনা ট্যান্ডনের মতো অভিনেত্রীরা।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হোটেলের বাথটাবে অস্বাভাবিক অবস্থায় মৃত পাওয়া যায় শ্রীদেবীকে। তার মৃত্যুকে ঘিরে এখনও নানা প্রশ্ন রয়ে গেছে। ঠিক কীভাবে মৃত্যু হয়েছিল বা ওই রাতে হোটেলে কী ঘটেছিল, সেই রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি।

নুসরাত

×