ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা সাইমন ফিশার বেকারের প্রয়াণ

প্রকাশিত: ১১:৩৬, ১১ মার্চ ২০২৫

‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা সাইমন ফিশার বেকারের প্রয়াণ

বিখ্যাত ব্রিটিশ অভিনেতা সাইমন ফিশার বেকার মৃত্যুবরণ করেছেন। ৬৩ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করা এই অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ম্যানেজার। রোববার (৯ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ম্যানেজার তার বিবৃতিতে বলেন, ‘সাইমনের সঙ্গে আমার ১৫ বছরের বন্ধুত্ব। আজ আমি আমার খুব কাছের একজন প্রিয় মানুষকে হারালাম।’

সাইমন ফিশার বেকার জনপ্রিয় সিনেমা সিরিজ ‘হ্যারি পটার’-এ হগওয়ার্টসের ভূতের চরিত্রে অভিনয় করেছিলেন, যা দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তবে শুধু ‘হ্যারি পটার’-ই নয়, তিনি ছিলেন একজন বহুমুখী প্রতিভাধর অভিনেতা। ব্রিটিশ টেলিভিশন সিরিজ ‘ডক্টর হু’-তেও তার অভিনয় দক্ষতা দারুণ প্রশংসিত হয়েছিল।

শুধু ফ্যান্টাসি বা সাই-ফাই চরিত্রেই নয়, কমেডি ঘরানাতেও ছিলেন স্বচ্ছন্দ। বিবিসির জনপ্রিয় সিরিজ ‘পাপি লাভ’-এ টনি ফাজাকার্লির চরিত্রে তার অভিনয় দর্শকদের মন জয় করেছিল। এছাড়াও, তিনি বিভিন্ন টেলিভিশন ধারাবাহিক ও থিয়েটারে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন।

সাইমন ফিশার বেকারের মৃত্যুতে বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। তার অবদান সিনেমা ও টেলিভিশন জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে।

রাজু

×