ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

জানোয়ারদের কোনো বয়স-ধর্ম থাকে না: আরশ খান

প্রকাশিত: ০৫:২৪, ১১ মার্চ ২০২৫; আপডেট: ০৫:২৫, ১১ মার্চ ২০২৫

জানোয়ারদের কোনো বয়স-ধর্ম থাকে না: আরশ খান

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা আরশ খানের একটি ফেসবুক স্ট্যাটাস ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সমাজের অন্ধকার দিক ও মানবতার অবক্ষয় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

স্ট্যাটাসে তিনি লেখেন— "জানোয়ারদের কোন বয়সে বাধা যায় না, না কোন ধর্মে বাধা যায়, জানোয়ারদের থাকে না কোন মনুষ্যত্ববোধ, জানোয়ারের সংজ্ঞা কেবলই জানোয়ার! দু'পেয়ে দাঁতাল জানোয়ারদের থেকে দূরে থাকুন, সাবধানে থাকুন!"

এই স্ট্যাটাস ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এর প্রশংসা করেছেন, কেউ কেউ আবার এর অন্তর্নিহিত বার্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে কী ঘটনার প্রেক্ষিতে অভিনেতা এমন মন্তব্য করেছেন, তা এখনো স্পষ্ট নয়।

আরশ খানের এই স্ট্যাটাস কি বিশেষ কোনো ঘটনা নির্দেশ করছে, নাকি এটি সামগ্রিক সামাজিক অবক্ষয়ের প্রতিচ্ছবি— সেটি নিয়ে চলছে আলোচনা। তবে তার সতর্কবার্তা নিঃসন্দেহে সবার মনে এক ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। 

আসিফ

×