
ছবিঃ সংগৃহীত
আমি ছোটবেলা থেকেই খুব ফ্যাশন সচেতন ছিলাম। শিল্পীরা কখনো শেষ হয়ে যায় না। দর্শকরা চায় নায়িকারা যেন একটু সুন্দর হয় দেখতে। বয়স তো সবারই হয়। বয়স বাড়বেই, কিন্ত ফ্যাশন আমি করব যতদিন বেঁচে থাকি। এটা আমার রক্তের সাথে মিশে আছে।
সব হিরোকেই মিস করি, সবার সাথেই ভালো সম্পর্ক ছিল। আমাদের সে সময় সবার সাথে ভালো সম্পর্ক ছিল। পার্সোনাল কোন হিরোর সাথে সম্পর্ক এগুলা না।
ভক্তদের প্রতি আমার অনুরোধ আপনারা হলে ছবি দেখবেন, এখন নতুন ছবি হচ্ছে। আপনারা না দেখলে শিল্পীরা মরে যাবে। ভালো না লাগলে সেটা আপনারা লিখে জানান।
আগে প্রতি রমজানেই এফডিসিতে ইফতার পার্টি হতো। এবার হবে নাকি নিশ্চিত ছিলাম না, কিন্ত কিছু অসহায় শিল্পী আছে আমাদের, আমার ইচ্ছা ছিল তাদের জন্য কিছু করব এবার তাই টাকা দিয়েছিলাম। আমরা অনেক জায়গায় ইফতারি করি, ওরা সেটা পারে না। সারাদিন এফডিসিতে বসে থাকে।
দেবার মালিক আল্লাহ, আগামী বছর বেঁচে থাকলে ওদের জন্য আরো বড় করে ইফতার পার্টি করব।
রিফাত