ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়াচ্ছেন রাকুল প্রীত!

প্রকাশিত: ০১:৪১, ১১ মার্চ ২০২৫; আপডেট: ০১:৫২, ১১ মার্চ ২০২৫

সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়াচ্ছেন রাকুল প্রীত!

ছবি: সংগৃহীত

তার নিখুঁত বিকিনি থেকে শুরু করে রঙিন সুইমসুট— প্রতিবারই স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছেন রাকুল প্রীত সিংহ।

বর্তমানে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী, আর তার ইনস্টাগ্রামই তার প্রমাণ। সম্প্রতি তিনি একগুচ্ছ ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে দেখা যাচ্ছে নজরকাড়া বিচ লুকে। তার নতুন এই লুক নিঃসন্দেহে আপনার ভ্যাকেশন ওয়ার্ডরোবকে আরও আকর্ষণীয় করে তুলবে। এবার তিনি উজ্জ্বল রঙ বেছে নিয়ে ফ্যাশনে এক নতুন সংযোজন করেছেন। তার পরনে ছিল ঝলমলে হলুদ রঙের একটি ব্যাকলেস বিচ ড্রেস, যা একরঙা নকশায় তৈরি।

ড্রেসের ব্যাকলেস ডিজাইন তার লুকে বাড়তি আকর্ষণ যোগ করেছে। এছাড়া, উঁচু স্লিট ডিজাইনটি তার পুরো আউটফিটকে আরও স্টাইলিশ করে তুলেছে। মেকআপে ছিল স্বাভাবিক সৌন্দর্যের ছোঁয়া, খোলা চুল ও স্টাইলিশ সানগ্লাস তার লুককে আরও অনন্য করে তুলেছে। রাকুল প্রীত সিংহের এই বিচ লুক এক কথায় অসাধারণ। 

আসিফ

×