ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

সম্পর্ক নিয়ে মুখ খুললেন তামান্না ভাটিয়া-বিজয় ভার্মা

প্রকাশিত: ২৩:২৮, ১০ মার্চ ২০২৫

সম্পর্ক নিয়ে মুখ খুললেন তামান্না ভাটিয়া-বিজয় ভার্মা

ছবিঃ সংগ্রহীত

অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার সম্পর্ক নিয়ে চলমান গুঞ্জন আরও জোরালো হচ্ছে। যদিও তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে সূত্র বলছে, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতভেদের কারণে তাদের বিচ্ছেদ ঘটেছে।

এই গুঞ্জনের মাঝেই সম্প্রতি জয়পুরে প্রকাশ্যে দেখা গেছে বিজয় ভার্মাকে। তিনি আসন্ন আইফা অ্যাওয়ার্ডসের একটি সেগমেন্ট হোস্ট করবেন। ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি অভিনেতা অপারশক্তি খুরানার সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, "Host mode on"। অন্য এক ছবিতে অভিষেক ব্যানার্জির সঙ্গে তাকে দেখা যায়, যার ক্যাপশনে তিনি লিখেছেন, "Partners in Rhyme"।

এদিকে, তামান্না ভাটিয়ার একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও নতুন করে আলোচনায় এসেছে, যেখানে তিনি প্রেম ও সম্পর্ক নিয়ে তার দৃষ্টিভঙ্গি শেয়ার করেছিলেন। ফিটনেস ইনফ্লুয়েন্সার লুক কাউটিনহোর সঙ্গে আলাপচারিতায় তামান্না বলেন, “অনেকে প্রেম ও সম্পর্ককে গুলিয়ে ফেলেন। এটি শুধু নারী-পুরুষের সম্পর্কেই নয়, বন্ধুত্বের ক্ষেত্রেও প্রযোজ্য। যখনই ভালোবাসা শর্তযুক্ত হয়ে যায়, তখনই এটি প্রকৃত ভালোবাসা থাকে না।”

তিনি আরও বলেন, “ভালোবাসা শুধুমাত্র নিঃস্বার্থ হতে পারে। এটি একতরফা হতে পারে। এটি মূলত আপনার অনুভূতির ব্যাপার। যখন এতে প্রত্যাশা ঢুকে যায় এবং আপনি কাউকে আপনার ইচ্ছামতো চালাতে চান, তখন এটি কেবল লেনদেনের সম্পর্ক হয়ে দাঁড়ায়।”

তামান্নার মতে, প্রকৃত ভালোবাসা কাউকে নিজের মতো করে বেড়ে উঠতে দেওয়ায় নিহিত। “আমি বুঝতে পেরেছি, যদি কাউকে ভালোবাসতে হয়, তবে তাকে স্বাধীনতা দিতে হবে। আপনি ভালোবাসেন তার বর্তমান ও ভবিষ্যৎ রূপকে, কারণ মানুষ কখনো স্থির থাকে না।”

তিনি আরও বলেন, “ভালোবাসা জীবনের সৌন্দর্য বাড়িয়ে তোলে। এমন কিছু যা নিয়ন্ত্রণের বাইরে, তা-ও সুন্দর হতে পারে। আমি যখন সম্পর্কে থেকেছি, তখন বরাবরই নিজেকে বেশি সুখী মনে করেছি। তবে বিষয়টি নির্ভর করে আপনি কাকে সঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন, কারণ সঠিক মানুষই আপনার আত্মবিশ্বাস ও আত্মসম্মানবোধ বাড়িয়ে তুলতে পারে।”

সঙ্গী নির্বাচনের গুরুত্ব সম্পর্কে তামান্না বলেন, “আপনি আপনার বাবা-মাকে বেছে নিতে পারেন না, কিন্তু সঙ্গী ও বন্ধুবান্ধব বেছে নিতে পারেন। অনেক সময় আমরা নিজের ভালো কী, তা না বুঝে কেবল আমাদের ধারণার ওপর নির্ভর করে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি।”

এই মন্তব্যগুলোর প্রেক্ষিতে অনেকে ধারণা করছেন, হয়তো নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়েই পরোক্ষভাবে কথা বলেছিলেন তামান্না। তবে এই আলোচনার মধ্যেও তিনি বা বিজয় কেউই আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের অবস্থা নিয়ে কিছু বলেননি।

সূত্রঃ দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস

ইমরান

×