ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

সামাজিক মাধ্যমে ঝগড়া দেখলে মেন্টালিটি নষ্ট হবে: বুবলী

প্রকাশিত: ২৩:১৬, ১০ মার্চ ২০২৫

সামাজিক মাধ্যমে ঝগড়া দেখলে মেন্টালিটি নষ্ট হবে: বুবলী

ছবি: সংগৃহীত।

ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি এই বিরোধ আবারও নতুন করে আলোচনায় এসেছে, যা সোশ্যাল মিডিয়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সম্প্রতি অপু বিশ্বাস একটি ফেসবুক পোস্ট দেন, যেখানে কিছু প্রশ্ন উস্কে দেওয়া হয়। এরপরই বিষয়টি ঘিরে শুরু হয় নতুন বিতর্ক।

শবনম বুবলীর ঘনিষ্ঠ সূত্র জানায়, অপু বিশ্বাসের দেওয়া একটি সাক্ষাৎকারের পরই বুবলী একটি ভিডিও শেয়ার করেন। ওই সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেছিলেন, ‘শাকিব খান আমার কাছে শাহরুখ খানের মতো। আমার ঘরেই এখন শাহরুখ খান আছে।’

এই মন্তব্যের পরই বুবলীও শাকিব খানের প্রশংসায় মুখর হন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত শাকিবের নতুন সিনেমা ‘বরবাদ’-এর টিজার দেখে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং শাকিবের জন্য শুভকামনা জানান। ধারণা করা হচ্ছে, তিনি বোঝাতে চেয়েছেন যে শাকিব শুধুমাত্র অপুর নন, বরং তারও প্রিয়। পাশাপাশি তিনি সন্তানকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন, যা নতুন করে আলোচনার জন্ম দেয়।

এদিকে, সম্প্রতি এক অনুষ্ঠানে শাকিব খান প্রসঙ্গে বুবলী বলেন, ‘শাকিব খান বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার। আমরা কোনো ছবি নিয়ে প্রতিযোগিতা করতে আসি না। খারাপ বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হলে আমাদের মানসিকতা সেভাবেই গড়ে ওঠে। আমরা চাই পজিটিভ বিষয় ছড়াতে।’

শাকিব খানের প্রসঙ্গে বুবলী বলেন, ‘শাকিব শুধু বাংলাদেশ নয়, পুরো বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার। তিনি নিষ্ঠার সঙ্গে বহু বছর ধরে কাজ করে যাচ্ছেন। তাই তার প্রতি সম্মান ও ভালোবাসা আমার বরাবরই আছে।’

অপু বিশ্বাস ও শবনম বুবলীর এই অনাকাঙ্ক্ষিত প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ভক্তরা দুই ভাগে বিভক্ত। কেউ অপুকে সমর্থন দিচ্ছেন, আবার কেউ বুবলীর পক্ষ নিচ্ছেন। তবে অনেকেই মনে করছেন, ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে প্রকাশ্যে বিতর্ক না করে উভয়ের উচিত পেশাদারিত্ব বজায় রাখা।

এই ঘটনাপ্রবাহের পর ঢালিউডের ভক্তরা এখন অপেক্ষা করছেন, বিষয়টি কোন দিকে মোড় নেয়।           

নুসরাত

×