
ছবি: সংগৃহীত
উপস্থাপক ও মডেল ইমতু রাতিশ এক টিভি সাক্ষাৎকারে জানান তিনি শুধু রমজানে না সারা বছরই কাজ করেন।
এই কয়েকদিনে তিনি বেশ কয়েকটি ফটোশুট করেছেন, বিজ্ঞাপনে কাজ করেছেন, মিউজিক ভিডিও করেছেন বলে জানান তিনি।
শাকিব খানের সাথে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, "এটা না চাইতেই হয়ে গেল। শাকিব ভাই নায়ক হলে আমি নায়িকা হলে ভালো হতো। অথবা শাকিব ভাই নায়িকা হলে ভালো হতো, আমি নায়ক হতাম। তিনি সুপারস্টার, আমি ছোটখাটো টেলিভিশন স্টার। আমাদের একসাথে স্ক্রিন শেয়ার হয়েছে এটা অনেক বড় ব্যাপার।"
আবীর