ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

যারা করেছে, তারা মানুষ নয়: রোজিনা

প্রকাশিত: ২২:১০, ১০ মার্চ ২০২৫

যারা করেছে, তারা মানুষ নয়: রোজিনা

ছবি সংগৃহীত

মাগুরার আট বছরের শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির পক্ষ থেকে এক প্রতিবাদী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে দেশের প্রখ্যাত অভিনেতা-অভিনেত্রীরা একত্রিত হয়ে এ ঘটনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চলচ্চিত্র সমিতির সদস্যরা বলেন, "আছিয়ার ধর্ষণের ভয়াবহ ঘটনা আমাদের হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি করেছে। শুধু আছিয়া নয়, বাংলাদেশে ঘটে যাওয়া প্রতিটি ধর্ষণের ঘটনার কঠোর বিচার চাই আমরা। এই নৃশংসতার যেন পুনরাবৃত্তি না হয়, সে জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।"

চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা বলেন, "কারা করেছে এ কাজ মানুষ, আমি মনে করি সে মানুষ নয়। কোনো মানুষের পক্ষে এত জঘন্য কাজ করা সম্ভব নয়।" তিনি আরও বলেন, "এই ধরনের অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। নইলে সমাজে এমন বর্বরতা বারবার ঘটতে থাকবে।"

এসময় আরও অনেকে বক্তব্য রাখেন এবং সকল ধর্ষণের ঘটনার দ্রুত ও কঠোর বিচারের দাবি জানান।

আশিক

×