
শাকিব খানের ‘দরদ’ সিনেমা এবার মুক্তির মাত্র ৪ মাসের মাথায় টেলিভিশনেও দেখানোর ঘোষণা এলো। ‘দরদ’ সিনেমাটি গত বছরের ১৫ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরপর মুক্তি পায় দেশের বাইরে। ১৯ জানুয়ারি থেকে এটি ওটিটি প্লাটফর্মেও দেখা যাচ্ছে। আসছে ঈদে সেটি সম্প্রচার হতে যাচ্ছে টিভি চ্যানেলে। এমন নজির শাকিব খান পরের কথা, নতুন কোনও সিনেমার ক্ষেত্রে সচরাচর দেখা যায় না। কারণ, টেলিভিশনে সম্প্রচার মানেই, সেটিকে সর্বসাধারণের জন্য বিনামূল্যে উন্মুক্ত করে দেওয়া। জানা যায়, চ্যানেল আই ঈদের দ্বিতীয় দিন সকাল সোয়া ১০টায় প্রচার করবে ‘দরদ’।