ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

বেঙ্গলে হামিদুজ্জামান খানের নিরীক্ষাধর্মী শিল্পকর্ম প্রদর্শনী 

সংস্কৃতি প্রতিবেদক 

প্রকাশিত: ১৯:০২, ১০ মার্চ ২০২৫

বেঙ্গলে হামিদুজ্জামান খানের নিরীক্ষাধর্মী শিল্পকর্ম প্রদর্শনী 

বেঙ্গল শিল্পালয়ে হামিদুজ্জামান খানের শিল্পককর্ম প্রদর্শনীর একটি ছবি দেখছেন শিল্পীসহ অতিথিরা

শিল্পের ভুবনে সমর্পিত এক নাম হামিদুজ্জামান খান। পাঁচ দশকেরও বেশি সময় ধরে নিরন্তর শিল্প সৃজনে নিমজ্জিত রয়েছেন এই শিল্পী। আর এই দীর্ঘ শিল্পিত জীবনে একইসঙ্গে ভাস্কর্য গড়ার সমান্তরালে রাঙিয়েছেন ক্যানভাস। ভাস্কর্য সৃজনে ফর্মের খেলায় মুগ্ধতা ছড়িয়েছেন শিল্পরসিকের নয়নে। একইভাবে চিত্রকর্ম অংকনেও  রেখেছেন স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যের স্বাক্ষর। আবার এবার একইসঙ্গে একুশে পদকজয়ী এই  বরেণ্য শিল্পীর ভাস্কর্য ও চিত্রকর্ম দেখার সুযোগ মিলেছে শিল্পানুরাগীদের।

সাম্প্রতিককালের নিরীক্ষাধর্মী কাজগুলো নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শালয়ে চলছে হামিদুজ্জামানের শিল্পকর্ম প্রদর্শনী। বেঙ্গল আর্টস প্রোগ্রাম নিবেদিত এই শিল্পায়োজনের শিরোনাম ‘হামিদুজ্জামান’।  প্রদর্শনীতে উপস্থপিত শিল্পকর্মসমূহ দর্শনার্থীদের মনে জাগিয়ে তোলে চিন্তার খোরাক। সব মিলিয়ে এই  প্রদর্শনী যেন মেলে ধরেছে শিল্পীর নিরলস শিল্পযাত্রা ও পরিণত নান্দনিক ভাষা; যেখানে নতুন অন্বেষায় ঋদ্ধ হয়েছে দৃশ্যশিল্পের ভুবন। প্রদর্শনীটি কিউরেট করেছেন শিল্পী ও শিল্প-সমালোচক মোস্তফা জামান।


ছোট-বড় বেশ কিছু ভাস্কর্যের সঙ্গে বড় ক্যানভাসে আঁকা চিত্রকর্মের সম্মিলন ঘটেছে এই শিল্পায়োজনে।  সোমবার বিকেলে প্রদর্শনীটি উপভোগ করছিলেন কর্মজীবী নারী সামিয়া রহমান। আলাপচারিতায় প্রদর্শনী প্রসঙ্গে এই শিল্পরসিক বলেন, অনেকদিন ধরেই হামিদুজ্জামানের কাজ দেখে আসছি। বস্তুর রূপ এবং গুণ নিয়ে কাজ করেন এই শিল্পী।  তার  যে নিজস্ব ধরন, বস্তুর আকার রূপান্তর করার যে প্রক্রিয়া, তা প্রশংসনীয়। এই কারণেই তার নতুন কাজগুলো দেখার অভিপ্রায়ে এখানে এসেছি।  সেই প্রেক্ষাপটে বলতে, শিল্পীর বহু বছরের শিল্পিত অভিজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটেছে এই প্রদর্শনীতে।  তার সৃষ্টি ভাবনাকে ভিন্নরকম লাগে।  প্রসঙ্গক্রমে ফারহানা বলেন, স্কাল্পচার একটি লিভিং এভিডেন্স।

এই কাজ বহুবছর সবার সামনে থাকে, বিভিন্ন ভালো খারাপ মতামতের সম্মুখীন হয়। তাই সবাই এই মাধ্যমে কাজ করতে পারে না। কিন্তু হামিদুজ্জামান নিষ্ঠার সাথে বহু বছর ধরে এই মাধ্যমে নিজের মুন্সিয়ানার ছাপ রেখে যাচ্ছেন। একই সাথে অন্যান্য মাধমেও শিল্পী কাজ করে গেছেন, এর মূলে  রয়েছে নিজের সৃজনসত্তার প্রতি বিশ্বস্ততা।  বর্তমান সময়ে তার মতো শিল্পী প্রতিভা বিরল। তার সহজ-সরল কাজগুলো আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে এবং ভাবতে শেখায়। 


নিজের শিল্পকর্ম প্রসঙ্গে হামিদুজ্জামান খান বলেন, বিভিন্ন মাধ্যমে আধুনিক নিরীক্ষামূলক শিল্পকর্ম নিজে কাজ করে যাচ্ছি বহু বছর ধরে। এই পথচলা সবসময় মসৃণ ছিল না, তবে সাথে পেয়েছি অনেককেই, তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতা।  


প্রদর্শনীটি প্রসঙ্গে মোস্তফা জামান বলেন,  হামিদুজ্জামান খান শিল্পকে জনঘনিষ্ঠ করে তুলতে প্রায় সত্তর বছর ধরে কাজ করছেন। নিরন্তর কমপ্রবাহের মধ্য দিয়ে তাঁর সহজ ও স্বচ্ছন্দ দৃষ্টিভঙ্গি প্রকাশিত। পেইন্টিং থেকে ভাস্কর্যে তাঁর যাত্রা বাস্তবের গভীরে  প্রোথিত এক শিল্পপ্রয়াস। জ্যামিতিক বিমূর্ততায় আঙ্গিক বা ফর্মের সঙ্গে  স্পেস বা স্থান বিভাজন হামিদুজ্জামানের ভাস্কর্যের অন্যতম বৈশিষ্ট্য।

তিনি বহিরাঙ্গন ভাস্কর্যে এদেশের একজন পথিকৃৎ শিল্পী। ভাস্কর্য পার্কের ধারণাও এদেশে তিনিই জনপ্রিয় করে তুলেছেন। স্থাপত্য ও ভাস্কর্যের শিল্পভাষার সংশ্লেষের মধ্য দিয়ে তিনি জনপরিসরের এক বিশেষ স্তরে তাঁর শিল্পকে উন্নীত করেছেন। শিল্প ও জীবন পরিপূরক এটাই হামিদুজ্জামানের দর্শন। তাঁর মনোজগৎ-উৎসারিত পেইন্টিং, ড্রইং, স্কেচ এবং ছোট-বড় ভাস্কর্যে নানা মাধ্যম ও পরিসরের কাজে কাছাকাছি ফর্মের দেখা মেলে। ত্রিমাত্রিক ও দ্বিমাত্রিক মাধ্যমে তিনি ভিন্ন অর্থ ও নান্দনিক বোধ রচনা করতে সমর্থ। তাঁর কঠিন ধাতব থেকে রূপান্তরিত ভাস্কর্যের আঙ্গিকসমূহ স্থির, ওজনদার। অন্যদিকে জলরঙে আলো-আঁধারির মাধ্যমে সৃষ্ট আবহের নানা মর্জি ও প্রকাশকে মুনশিয়ানায় রপ্ত করেছেন। তাঁর পেইন্টিং কালো রঙের সুপরিমিত ও ব্যাপ্তিময় প্রলেপে দীপ্ত। হামিদুজ্জামানের শিল্পচর্চার উৎস কিশোরগঞ্জের হাওরাঞ্চল, যেখানে জল ও ডাঙার সম্পর্ক ঋতুর মতোই বদলশীল। তাঁর সংবেদনশীল ও সদা সৃজনশীল মন ব্যক্তিগত অভিজ্ঞতাকে শিল্প-নিরীক্ষার মাধ্যমে সামগ্রিকতা দান করেছে।

একাত্তরের মুক্তিযুদ্ধের অভিঘাত অনিবার্যভাবে তাঁকে প্রত্যয়ী করেছে। ইউরোপে শিক্ষানবিশ হিসেবে অভিজ্ঞতা পরবর্তীকালে হামিদুজ্জামানের নিরীক্ষাধর্মিতায় যুক্ত করে আধুনিক অনুষঙ্গ। দীর্ঘদিন শিক্ষকতার মাধ্যমে শিল্পচর্চার গহন-অভিজ্ঞতা নবীন শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিতে তিনি সদা সচেষ্ট। তাই হামিদুজ্জামানের নিরীক্ষামূলক শিল্পকর্ম দেশে-বিদেশে সমাদৃত। 


চিত্রকর্ম ও ভাস্কর্য মিলিয়ে প্রায় একশত কাজ ঠাঁই পেয়েছে প্রদর্শনী। আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

মনোয়ার/শহীদ

×