
ছবি: সংগৃহীত
বলিউডের কিং খান শাহরুখ খান আবারও ইন্টারনেট মাতিয়ে দিলেন তার দুর্দান্ত ফিটনেস আর অনবদ্য পারফরম্যান্স দিয়ে। সম্প্রতি এক ইভেন্টে 'দার্দে ডিস্কো' গানে পারফর্ম করে তিনি যেন সবাইকে ফিরিয়ে নিয়ে গেলেন ২০০৭ সালে। ঝলমলে ভেস্ট পরে তার সুঠাম শরীর আর চিরচেনা স্টাইলে মঞ্চে আগুন জ্বালালেন শাহরুখ।
১৮ বছর পরও তার নাচের সেই পুরনো ঝলক দেখে দর্শকরা উচ্ছ্বসিত। সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় তার এই পারফরম্যান্স। একজন ভক্ত লিখেছেন, "এটা যেন ২০০৭-এর শাহরুখ! বয়স তার জন্য শুধু একটা সংখ্যা।" আরেকজন লিখেছেন, "১৮ বছর পরও 'দার্দে ডিস্কো'র সেই পুরনো আবহ ধরে রেখেছেন শাহরুখ। উফফ!"
শুধু ভক্তরাই নন, বলিউডের সুপারস্টার আমির খানও শাহরুখের ফিটনেসের প্রশংসা করেছেন। মজার ছলে তিনি বলেছেন, শাহরুখের এমন দুর্দান্ত শারীরিক গঠন দেখে তারও আবার ফিটনেস রুটিনে ফেরার ইচ্ছে হচ্ছে।
শাহরুখ খান ২০২৬ সালে তার আসন্ন সিনেমা 'কিং'-এ বড় পর্দায় ফিরবেন। এই ছবিতে তার মেয়ে সুহানা খান এবং অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। শাহরুখের এই ফিটনেস আর তারকা জৌলুস দেখে ভক্তরা ইতিমধ্যেই এই সিনেমার জন্য মুখিয়ে আছেন।
তথ্যসূত্র: https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/shah-rukh-khan-shows-off-his-ripped-body-for-king-as-he-dances-to-dard-e-disco-after-18-years/articleshow/118828801.cms
আবীর