
ছবি: সংগৃহীত
নিজের প্রথম কাজ নিয়ে ছোটপর্দার অভিনেত্রী রুনা খান বলেন, "সিসিমপুরে আমরা একসাথে বড় হয়েছি। ঐ সময় আমাদের বয়স কত, ২০-২১। এই কাজ চলার সময় আমাদের প্রত্যেকের বিয়ে হয়, আমাদের সকলের বাচ্চাগুলোও পরপর।"
তিনি আরও বলেন, "আমরা আক্ষরিক অর্থে এখানে বড় হয়েছি। ওটা আমার পরিবার, জীবনের অংশ হয়ে গিয়েছে। বন্ধু তো বলার অপেক্ষা রাখে না।"
সিনেমা নাকি নাটক কোনটাকে এগিয়ে রাখবেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি অভিনয় করতে ভালোবাসি। একদম মাধ্যম আমার কাছে আলাদা নয়। প্রতিটি আমার কাজের ক্ষেত্র, আমি কেবল অভিনয় করতে ভালোবাসি।"
আবীর