
ছবি: সংগৃহীত
নায়িকা রাজ রিপা বলেন, "আমি সবসময় চাইতাম নিজেকে সেইফ করে কাজ করতে, যাতে কোন কন্ট্রোভার্সি না হয় বা কেউ যেন দুইটা বাজে কথা বলতে না পারে। আমি যতবারই আলোচনায় এসেছি আমার কাজের মাধ্যমেই এসেছি।"
সিসিএলে খেলার সময় কান্নাকাটির ভিডিওতে মানুষের মন্তব্য নিয়ে তিনি বলেন, "অডিয়েন্স এটা করবেই। আপনি যদি ঘরে হাতমোজা, পা-মোজা পরে বসে থাকলেও আপনাকে উল্টা বলে বসবে 'এই আইছে, ভালো সাজতে আসছে'।"
তিনি আরও বলেন, "আমাদের বাঙালিরা ডমিনেট করবেই। একজন আরেকজনকে পিছন থেকে টেনে ধরবেই। তখন মনে হল কেউ মজা নিবে আবার কেউ সাপোর্ট করবে।"
আবীর