
ছবি: সংগৃহীত
সম্প্রতি ভারতে থাকা তার নিজস্ব বাড়িগুলো বিক্রি করে দিচ্ছেন বলে জানা যায় প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।
মুম্বাই এ প্রিয়াঙ্কার একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে। যার মধ্যে চারটি ফ্ল্যাট সম্প্রতি তিনি বিক্রি করে দিয়েছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ৩ মার্চ প্রিয়াঙ্কা তার ফ্ল্যাট গুলো বিক্রি করেন। ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই শহরের আন্ধেরির একটি বিলাসবহুল আবাসনে ফ্লাটগুলো কিনেছিলেন প্রিয়াঙ্কা। এর সঙ্গে ছিল দুটি গাড়ি পার্কিং এর জায়গা। মোট ১৬ কোটি ৭০ লাখ রুপিতে বিক্রি হয়েছে সেগুলো।
২০২৪ সালে প্রিয়াংকার মা মধু চোপড়া ও ভাই সিদ্ধার্থ চোপড়া পুনেতে একটি বাংলো লিজ নেন। সেই বাসার প্রতিমাসের ভাড়া ছিল ২ লাখ রুপি। অন্যদিকে মুম্বাইয়ে এর আগেও তার ফ্লাট বিক্রি করেছেন প্রিয়াঙ্কা।
একটি আবাসনে দুটি পেন্ট হাউজ ছিল প্রিয়াঙ্কার। ২০২৩ সালের ৬ কোটি রুপিতে বাড়ি দুটি বিক্রি করে দেন প্রিয়াঙ্কা। এর আগে ২০২১ সালে ভারসোভার দুটি ফ্লাট বিক্রি করেছিলেন তিনি।
মুম্বাইয়ে একেরপর এক সম্পদ বিক্রির খবরে প্রশ্ন উঠেছে, প্রিয়াঙ্কা কি বলিউডের সাথেই সম্পর্ক ছিন্ন করে চাইছেন? গতবছর একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা দাবি করেছিলেন, বলিউডে একসময় তিনি গোষ্ঠী রাজনীতির স্বীকার হয়েছিলেন, তাই সরে গিয়েছিলেন। এজন্যই কি প্রিয়াঙ্কা একেরপর এক ভারতে সম্পদ বিক্রি করছেন?
২০১৮ সালে আমেরিকার পপ তারকা নিক জোনাসের সাথে বিয়ে করে লস অ্যাঞ্জেলসে থাকতে শুরু করেন তিনি। ২০২১ সালে ’দ্যা স্কাই ইজ পিঙ্ক’ সিনেমার পর তাকে বলিউডের আর কোনো সিনেমায় দেখা যায় নি।
২০০২ সালে তামিল ছবি 'থামিজানে' অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে অভিষেক হয় তার। পরের বছর 'দ্যা হিরো: লাইফ স্টোরির অব এ স্পাই' এর মাধ্যমে বলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা। একই বছরে 'আন্দাজ' ছবিতে অভিনয়ের মাধ্যমে সেরা উদীয়মান অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার জিতে নেন তিনি। ২০০৪ সালে তিনি সফল বাণিজ্যিক ছবি 'মুঝছে শাদি কারোগি' তে অভিনয় করেন। এছাড়া 'এতরাজ' ছবিতে খলনায়িকার ভুমিকায় অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। প্রিয়াঙ্কার উল্লেখযোগ্য সিনেমা হলো 'ক্রিশ' এবং 'ডন'। ২০০৮ সালে নাট্য চলচ্চিত্র 'ফ্যাশন' তাকে প্রতিবন্ধকতা থাকা এক মডেলের ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার এনে দেয়।
মায়মুনা