ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ধর্ষণের শিকার শিশু আছিয়ার জন্য বিচার চাইলেন শাকিব খান

প্রকাশিত: ০৭:৪৯, ১০ মার্চ ২০২৫

ধর্ষণের শিকার শিশু আছিয়ার জন্য বিচার চাইলেন শাকিব খান

মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু (আছিয়া)। শিশুটির অবস্থা এখনো চরম সংকটাপন্ন। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভ বিরাজ করছে। ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি চেয়ে সাধারণ মানুষ নেমে পড়েছে রাস্তায়, বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ, প্রতিবাদ।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সোচ্চার হতে দেখা গেছে ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানকে। শুধু প্রতিবাদই জানান নি, সেই শিশুর জন্য বিচারও চাইলেন এই নায়ক।

আছিয়ার জন্য বিচার চেয়ে তার ফেরিফায়েড ফেসবুকে লেখেন, ‘জাস্টিস ফর আছিয়া, উই ওয়ান্ট জাস্টিস।’

×