ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

নিরাপত্তাহীনতায় ভুগছেন রুনা খান,জানালেন কারণ

প্রকাশিত: ০১:৪২, ১০ মার্চ ২০২৫

নিরাপত্তাহীনতায় ভুগছেন রুনা খান,জানালেন কারণ

চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী রুনা খান দেশের চলমান অস্থিরতা ও নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন। সম্প্রতি সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি তাঁর অনুভূতি শেয়ার করেন এবং জানান, তিনি এখন আর নিরাপদ বোধ করেন না।

"এই শহরে দিনে বা রাতে, বিশেষ করে রাতে, রাস্তায় নিরাপদ বোধ করি না," বলেন রুনা খান। "আমাদের আচরণে সভ্যতার অভাব আছে। নারীরাই সবসময় আক্রমণের লক্ষ্যবস্তু। আমরা আসলে যে জীবনটা যাপন করি, আমাদের দেশের রাজধানীর সবচাইতে সুবিধাভোগী মানুষ, এই কথাটা আমি সবসময় বলি, আমরাও, কিন্তু আসলে দেশের সর্বোচ্চ সুবিধাভোগী মানুষ। শিক্ষায় বলি, জীবনযাপনে বলি, কিন্তু চিন্তা করে আমার তো ভাবতেই আসলে খুব কষ্ট হয় যে সুবিধাবঞ্চিত ঢাকার বাইরে কতটা অনিরাপত্তার মধ্যে মানুষ আছে, নারীরা আছে।"

তিনি আরও জানান, "আমি নই শুধু, আমার আশেপাশের, আমার অনেক সহকর্মীকে, আমার বন্ধু-বান্ধবদেরকে তাদেরকে বলতে শুনছি, দেখতে শুনছি যে তারা আসলে এই শহরে, দিনে বা রাতে, বিশেষ করে রাতে তারা তাদের কাজে রাস্তায় নিরাপদ বোধ করছেন না।"

একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার কথা তুলে ধরে রুনা বলেন, "এই কঠিন সময়ের কথা বলতে গেলে আবার এমনভাবে বা গলা চেপে ধরে আসার চেষ্টা করা হয়, মুশকিল তো, মুশকিলের মধ্যে আছি। হ্যাঁ, নিরাপদ বোধ করি না।"

"পৃথিবীর সকল কিছুর আমাদের দেশে না শুধু, মানে নারী আক্রমণের লক্ষ্যবস্তু," বলেন রুনা। "এটা যে জাতি যত সভ্য হয়, শিক্ষিত হয় তারা হয়তো আস্তে আস্তে মানুষ হিসেবে ওই সভ্য আচরণ করতে শেখে। আমরা যেহেতু এখনো আসলে হয়ে উঠতে পারিনি, তো আমাদের আচরণে সভ্যতার অভাব আছে। এবং যেকোনো বিষয়ে শারীরিক আক্রমণ, মানসিক আক্রমণ, কথার আক্রমণ নারীরাই সবসময় আক্রমণের লক্ষ্যবস্তু, কেন্দ্রবস্তু।"

অবশেষে, রুনা খান তাঁর আশা ব্যক্ত করে বলেন, "আমার মনে আছে তনুর কথা, আমার মনে আছে নুসরাত। মাদ্রাসার যে মেয়ে, যাকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছিল। ট্রেনে, বাসে, রাস্তাঘাটে তো আছেই। আর একেবারে পাবলিক প্লেসে তো আমি কী বলবো, বলেন, এত একটা অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছি আমরা।"

"আমি ঠিক জানি না যে এর থেকে উত্তরণ কোথায়। আমি শেষ পর্যন্ত বিশ্বাস করতে চাই যে দল মত ক্ষমতা সকল কিছুর উর্ধ্বে গিয়ে মানুষের মত আচরণ করবে। মানুষ শুধু একটু মানবিক আচরণ করবে। মানুষের সাথে মতবিভেদ থাকবে, মতপার্থক্য থাকবে, কিন্তু মানুষ মানুষের সাথে একটু দয়ালু আচরণ," বলেন তিনি।

সূত্র:https://tinyurl.com/3jxf2f46

আফরোজা

×