
ছবি: সংগৃহীত।
মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু (আছিয়া)। শিশুটির অবস্থা এখনো চরম সংকটাপন্ন। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভ বিরাজ করছে। ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি চেয়ে সাধারণ মানুষ নেমে পড়েছে রাস্তায়, বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ, প্রতিবাদ।
সিনেমার এই সুপারস্টার ছিলেন আমেরিকায়। মাত্রই ফিরেছেন। শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানায়, বিষয়টি নিয়ে আট-দশজন নাগরিকের মতোই আহত করেছে শাকিব খানকে। চিত্রনায়ক তার ফেরিফায়েড ফেসবুকে লিখেছেন, ‘জাস্টিস ফর আছিয়া, উই ওয়ান্ট জাস্টিস।’
সম্প্রতি শাকিবের ‘নবাব এলএল.বি’ সিনেমা ছিল বেশ আলোচিত। এর গল্পও গড়ে উঠেছিল একটি ধর্ষণ কাণ্ড নিয়ে। যেখানে শাকিব খান একজন আইনজীবীর ভূমিকায় দেখা গেছে। লড়েছিলেন ধর্ষণের বিচারের দাবিতে। এবার বাস্তব জীবনেও সামাজিক জনমত গড়ার চেষ্টা করছেন এই অভিনেতা।
নুসরাত