ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ভালোবাসায় শর্ত থাকলে সেটা ভালোবাসা নয়: তামান্না ভাটিয়া

প্রকাশিত: ০০:৪৬, ১০ মার্চ ২০২৫

ভালোবাসায় শর্ত থাকলে সেটা ভালোবাসা নয়: তামান্না ভাটিয়া

ছবি: সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে অভিনয় জীবন শুরু করেন। প্রথমবার নায়িকা হিসেবে তিনি অভিনয় করেন চান্স রোশান চেহারা ছবিতে। এরপর নিজের অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেন।

তবে সম্প্রতি ব্যক্তিগত জীবনের কারণে তিনি আলোচনায় রয়েছেন। লাস্ট স্টোরিজ ২ ছবির শুটিং চলাকালীন বলিউড অভিনেতা বিজয় বর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তামান্না। একসময় তারা দুজনেই তাদের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। তবে এখন শোনা যাচ্ছে, তাদের পথ আলাদা হয়ে গেছে। বিজয় ও তামান্নার বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা-সমালোচনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম ও সম্পর্ক নিয়ে নিজের মত প্রকাশ করেন তামান্না। তিনি বলেন, “ভালোবাসায় কোনো শর্ত থাকে না। যদি শর্ত থাকে, তাহলে সেটা ভালোবাসা নয়।” তিনি আরও বলেন, “যখন আপনি কাউকে ভালোবাসবেন, তখন তার কাছ থেকে কিছু প্রত্যাশা করা উচিত নয়। যদি প্রত্যাশা করেন, তবে সেটি প্রেম নয়, বরং ব্যবসা।”

ভালোবাসার প্রকৃত অর্থ ব্যাখ্যা করতে গিয়ে তামান্না বলেন, “ভালোবাসা এবং আবেগ একসঙ্গে চলতে পারে। আমরা আমাদের পরিবারের প্রতি, পোষ্য প্রাণীর প্রতি, এমনকি আমাদের সঙ্গীর প্রতিও ভালোবাসা অনুভব করি। তবে সত্যিকারের ভালোবাসা কাউকে স্বাধীনভাবে ভালোবাসার ক্ষমতা রাখে।”

সম্পর্কের বিষয়ে অভিনেত্রী বলেন, “আমরা আমাদের বাবা-মাকে পছন্দ করে নিতে পারি না, কিন্তু বন্ধু বা জীবনসঙ্গী বেছে নিতে পারি। তাই সঠিক সঙ্গী নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। কখনো কখনো জীবনের কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে আজকের প্রজন্ম সম্পর্ককে নিয়ন্ত্রণের চেষ্টা করে, আর এ কারণেই অনেক সম্পর্ক ভেঙে যায়।”

ভিডিও দেখুন: https://youtu.be/qmXptsSSMDw?si=jCjjOB6boiLuoARe

এম.কে.

×