
ছবি: সংগৃহীত।
দুজনে সম্পর্ক গড়েও এসেছিলেন আলোচনায়। দেশজুড়ে ভাইরাল এই জুটির বিচ্ছেদ গড়ায় আদালত পর্যন্ত। প্রেম, ভালোবাসা, দ্বন্দ্ব ও মামলা—সব মিলিয়ে বিতর্কের পর বিতর্ক আর সমালোচনায় বিদ্ধ দুই জনপ্রিয় টিকটকার, লায়লা ও মামুন।
সম্প্রতি লায়লার করা মামলায় জামিন পেয়েছেন মামুন। সেদিন আদালতে নিজের মামলার সুষ্ঠু বিচারের দাবিও করেন লায়লা।
তবে কিছুদিন যেতে না যেতেই চমক! এবার একসঙ্গে দেখা গেল দুজনকে। হাসিখুশি মেজাজে নিজেদের ভুল স্বীকার করে একে অপরকে ক্ষমা করার ঘোষণাও দিয়েছেন তারা।
সম্প্রতি একটি টকশোতে মামুনের সঙ্গে এসে লায়লা বলেন, "রিলেশনে খারাপ দিক যেমন আছে, তেমন ভালো দিকও আছে।"
তিনি আরও বলেন, "এটা সব সংসারে, সব সম্পর্কেই হয়। ভাই-বোন, বন্ধুর মধ্যেও এমন সমস্যা হয়। আজ ব্লক করে দিল, কাল কথা বলল না, গালাগালি করল—এসব হয়ই। কিন্তু ভালোবাসলে কাউকে কষ্ট দেওয়া যায় না।"
আইনি বিষয়ে কথা বলতে গিয়ে লায়লা জানান, "যখন বিষয়টা আদালতে গড়ায়, তখন নিশ্চয়ই কোনো না কোনো ‘রুট কজ’ থাকে। এমন না যে, আমি চাইলাম আর কাউকে জেলে পাঠিয়ে দিলাম। এটা কোনো সাধারণ নাগরিকের পক্ষে সম্ভব নয়।"
সংবাদমাধ্যমের প্রতি অভিযোগ জানিয়ে লায়লা বলেন, "আপনারা এমন কিছু প্রশ্ন করেন, যা আমাদের এক্সাইটেড করে ফেলে। তখন কঠিন হয়ে যায় পরিস্থিতি সামলানো। তবে নিজেকে নিয়ন্ত্রণ করাই উচিত।"
এই ভাইরাল জুটির হঠাৎ এই মিলন দেখে নেটিজেনদের কৌতূহল আরও বেড়েছে। তাদের ভবিষ্যৎ সম্পর্ক কোন দিকে যায়, সেটাই এখন দেখার বিষয়!
নুসরাত