
উপস্থাপিকা সমৃদ্ধি তাবাসসুম
টেলিভিশনের জনপ্রিয় এবং আলোচিত উপস্থাপিকা সমৃদ্ধি তাবাসসুম বলেন, আমার ভক্তশ্রোতাদের মন্তব্য অনুযায়ী আমার দাঁত সুন্দর না। এটাই আমার জন্য বড় চ্যালেঞ্জ। কারণ সুন্দর না হয়েও যে উপস্থাপনার মতো একটা পেশায় টিকে থাকা যায়। এই ধারাটা আমি ভাঙ্গতে চাই।
আমার দাঁত সুন্দর না এমন মন্তব্য শুনলে মন খারাপ হয় কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটাই আমার বড় চ্যালেঞ্জ। আর অবশ্যই আমি হীনমন্যতায় ভোগী আর আমি যদি এটাকে এখন ঠিক করতে যাই। তাহলে হয়ত আমাকে ছয় মাস বসে থাকতে হবে। আমার আয়ের পথ বন্ধ হয়ে যাবে।
শহীদ