ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

প্রথমবার কাতার শোতে শান্তা জাহান

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৯, ৯ মার্চ ২০২৫

প্রথমবার কাতার শোতে শান্তা জাহান

শান্তা জাহান

বিশ্বের বহু দেশে ঘুরে বেড়ানোর সুযোগ হয়েছে এই প্রজন্মের জনপ্রিয় এবং নির্ভরশীল উপস্থাপিকা শান্তা জাহানের। উপস্থাপনার কারণেই বিশে^র বহু দেশে যাবার সুযোগ হয়েছে তার। এটাকে ভীষণ সৌভাগ্যের বলেও বিবেচনা করেন তিনি। আগামী ঈদের দিন প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে কাতারে। ঈদের দিনের এই বর্ণাঢ্য শোটিই উপস্থাপনা করার সুযোগ পেলেন শান্তা জাহান। এবারই প্রথম শান্তা জাহান কাতারের কোনো শোয়ের উপস্থাপনা করতে যাচ্ছেন বলে জানান তিনি। শান্তা জাহান বলেন, আমার পেশাগত কাজ উপস্থাপনার কারণে বিশে^র বহু দেশে দিয়েছি। সবই ছিল মূলত প্রবাসী বাংলাদেশী ভাই বোনদের উদ্যোগে আয়োজিত নানান ধরনের অনুষ্ঠান। তাদের আন্তরিক আহ্বানে আমি আমার উপস্থাপনা করার সুযোগ পেয়েছি বিশ্বের বহু দেশে। এটা এক ধরনের সৌভাগ্যই বলা চলে।

×