
বলিউডে এমন অনেক অভিনেত্রী আছেন, যারা সিঙ্গল মাদার হয়েও একাই তাদের সন্তানদের মানুষ করছেন। শক্ত হাতে জীবনযুদ্ধে এগিয়ে চলেছেন তারা। কারিশমা কাপুর থেকে সুস্মিতা সেন, অমৃতা সিং থেকে নীনা গুপ্তা—তালিকায় রয়েছেন এমনই কিছু বলি-তারকা।পুনম ধিলোঁ
স্বামী থেকে আলাদা হওয়ার পর পুনম ধিলোঁ একাই দুই সন্তানকে বড় করেছেন। অভিনয় ও পারিবারিক দায়িত্ব দুটোই দক্ষতার সঙ্গে সামলেছেন তিনি।কারিশমা কাপুর
সঞ্জয় কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর কারিশমা কাপুর একাই তার দুই সন্তানকে বড় করছেন। অভিনয় থেকে খানিক বিরতি নিয়ে সন্তানদের দিকে মনোনিবেশ করেছেন তিনি।অমৃতা সিং
সইফ আলি খানের সঙ্গে বিচ্ছেদের পর অমৃতা সিং একা হাতে তার দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খানকে বড় করেছেন।সুস্মিতা সেন
সুস্মিতা সেন মা হওয়ার জন্য বিয়ে করার অপেক্ষা করেননি। দুই কন্যাসন্তান রিনি ও আলিশাকে দত্তক নিয়ে তিনি একাই তাদের লালন-পালন করেছেন। তার বড় মেয়ে রিনি ইতিমধ্যেই সিনেমার প্রতি আগ্রহ দেখাচ্ছেন।মালাইকা আরোরা
আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকা একাই ছেলে আরহান খানকে বড় করেছেন। মা ও ছেলের সম্পর্ক বেশ দৃঢ়, যা প্রায়ই তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে ধরা পড়ে।পূজা বেদি
স্বামী থেকে আলাদা হওয়ার পর পূজা বেদি একাই তার দুই সন্তানকে মানুষ করেছেন। কঠিন সময়েও তিনি সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন।শ্বেতা তিওয়ারি
দু'বার বিয়ে করেও সংসারে স্থিতিশীলতা পাননি শ্বেতা তিওয়ারি। তবে তিনি একাই তার দুই সন্তানকে বড় করছেন এবং কেরিয়ারে সফলতার সঙ্গে এগিয়ে চলেছেন।নীনা গুপ্তা
বিয়ে ছাড়াই মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নীনা গুপ্তা। একাই মেয়ে মাসাবা গুপ্তাকে বড় করেছেন। মাসাবা এখন বলিউডের একজন স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার।
এই অভিনেত্রীরা প্রমাণ করেছেন, মায়ের ভালোবাসা ও দৃঢ় মনোবল থাকলে জীবনের সব চ্যালেঞ্জ জয় করা সম্ভব!
রাজু