ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

মেহজাবীনের ‘সাবা’—এশিয়ান সিনেমা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন

প্রকাশিত: ১৩:২০, ৯ মার্চ ২০২৫

মেহজাবীনের ‘সাবা’—এশিয়ান সিনেমা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন

বড় পর্দায় প্রথম অভিষেকেই অসাধারণ সাফল্য অর্জন করলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মাকসুদ হোসেনের পরিচালনায় তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ এখন বাংলাদেশের সিনেমাপ্রেমীদের মন জয় করেছে। আর মাত্র কিছুদিনের মধ্যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলিতে ছবিটির দাপটও চোখে পড়েছে।

ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সফলতার সঙ্গে প্রদর্শিত হয়েছিল। প্রথমে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শুরু, তারপর বুসান উৎসব, ইন্দোনেশিয়া, সৌদি আরবের রেড সি উৎসবসহ একাধিক নামকরা চলচ্চিত্র উৎসবে ‘সাবা’ পৌঁছে গেছে এবং সাফল্যের চূড়ায় পৌঁছেছে।এবার ‘সাবা’ এর আরেকটি গৌরবময় মাইলফলক যুক্ত হলো। ভারতের ব্যাঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালে এশিয়ান সিনেমা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে এই ছবিটি। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে মেহজাবীনের প্রথম চলচ্চিত্র আরো একটি গুরুত্বপূর্ণ জায়গা করে নিল।

মেহজাবীনের সামাজিক মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তিনি খুব খুশি এবং উৎসবের এমন অর্জন শেয়ার করেছেন তার অনুসারীদের সঙ্গে। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি লেখেন, “আজকের সকালটা কত সুন্দর! ব্যাঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালে ‘সাবা’ তৃতীয় স্থান অর্জন করেছে। আমাদের দলের সকলকে অভিনন্দন।”এদিকে, ‘সাবা’ ছবিতে মেহজাবীনের পাশাপাশি অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনওয়ার। ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান এবং মাকসুদ হোসেন। ১৪ বছরের টিভি অভিনয় জীবনের পর মেহজাবীনের প্রথম বড় পর্দার অভিষেক এই সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ‘সাবা’ এর সফলতা শুধু বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীদের জন্য নয়, এটি আন্তর্জাতিক চলচ্চিত্র মঞ্চেও বাংলাদেশের উপস্থিতি আরও শক্তিশালী করেছে।

রাজু

×