
ব্র্যান্ড প্রোমোটার ও মডেল বারিশ হক
ব্র্যান্ড প্রোমোটার ও মডেল বারিশ হক সম্প্রতি এক একান্ত আলাপচারিতায় তার ব্যক্তিগত ও পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলাভাবে আলোচনা করেছেন। সেখানে তিনি ইদানিং বেশ কিছু মানুষের সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার কারণও জানিয়েছেন।
ইদানিং অনেকের সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার কারণ জানতে চাইলে বারিশ হক বলেন, ‘আমার মনে হয় যে কাজের অনেক বেশি ব্যস্ততা হয়ে গেছে, আমাদের ফেস-টু-ফেস কথোপকথন অনেক কমে গেছে। আগে আমরা একটা নির্দিষ্ট সময়ে আড্ডা দিতাম বা কথা বলতাম, এখন এত বেশি আমরা মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছি যে একে অপরকে ফেসবুকে জবাব দিচ্ছি।’
সম্প্রতি অপু বিশ্বাস, তনি এবং আরও অনেকের সাথে তার দ্বন্দ তৈরি হওয়ার কারণ জানতে চাইলে বারিশ হক বলেন, ‘এটি মিসআন্ডারস্ট্যান্ডিং। একেকজন একেক রকম মত দিচ্ছি। উনার জায়গা থেকে উনি সঠিক। আমার জায়গা থেকে আমি সঠিক।’
নেটিজেনদের অপ্রীতিকর মন্তব্যে কেমন প্রতিক্রিয়া তৈরি হয় জানতে চাইলে বারিশ বলেন, ‘আমি আমার জীবনের একটা নির্দিষ্ট সময় ক্যামেরার সামনেই দিয়ে গেলাম। এর জন্য আমার কোনো ফ্যামিলি লাইফ তৈরি হয় নাই। কাজিনদের সাথে ঘোরা হয় নাই। আমার কোনো বন্ধু নাই। এমনকি আমার মনে হয় আমার আত্মীয়-স্বজনদেরও আমি কতদিন দেখি না। এই যে কাজের জায়গার প্রতি সম্মান রেখে একটা জায়গায় পৌছানো এতটা সহজ না।’
মুমু