ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

রোজা রাখার বয়স হয় নি, কেন বললেন মৌ খান?

প্রকাশিত: ০৩:০১, ৯ মার্চ ২০২৫; আপডেট: ০৩:২৬, ৯ মার্চ ২০২৫

রোজা রাখার বয়স হয় নি, কেন বললেন মৌ খান?

ছবিঃ সংগৃহীত

চিত্রনায়িকা মৌ খান সম্প্রতি বেসরকারি একটি গণমাধ্যম সাক্ষাৎকারে রমজান মাসের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেন, রোজা রাখার আসলে বয়স হয় নি, রমজান আমার পছন্দের একটি মাস। উপভোগ করার চেয়ে উপলব্ধি করার মাস এটা। ইফতারিতে ভাজাপোড়া না থাকলে দেখতে ভালো লাগে না।

ইফতারির সময় সবাই আমরা একসাথে বসে দোয়া করি, আজানের জন্য অপেক্ষা করি৷ রমজান সিয়ান সাধনার মাস, এই একটা মাস আমরা পাই সারাবছর শেষে। যেখানে আমরা নিজেদেরকে একটু গুছিয়ে নেয়া, জীবনকে সুন্দরভাবে পরিচালনা করা সবকিছু একটা গোছানক ওয়েতে চলে আসে। 

রমজানে ছোটবেলায় যখন না ডাকতো বাসায়, সকালে উঠে আমি কান্নাকাটি করতাম। তখন অনেক ছোট ছিলাম, রোজার রাখার বয়স হয় নি। 

ভাজাপোড়া আমার অনেক পছন্দ, কিন্ত এখন একটু এভোয়েড করতেছি৷ যদিও ইফতারিতে একটু ভাজাপোড়া না থাকলে দেখতে ভালো লাগে না। মনে হয় না ইফতারি করেছি।

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/1DDv7vSK1m/

রিফাত

×