
ছবি: সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান সম্প্রতি ওমরাহ্ করে এসে বোরকা ও হিজাব পরিধান শুরু করেছেন। সম্প্রতি নেক্সাস টেলিভিশনে 'দ্য আরজে কিবরিয়া শো'তে তিনি নানা বিষয় নিয়ে কথাবার্তা বলেন।
রিজিক নিয়ে বলেন, "আপনি কি করে খাবেন সেটাও হয়তো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আমার হয়তো এখানে এই প্রফেশানে থাকার কথা ছিল, তাই হয়তো আমি এখানে।"
মিডিয়ায় কাজ করা নিয়ে তিনি খুশি কিনা এই প্রশ্নের উত্তরে তিনি না সূচক জবাব দেন।
আবীর