
ছবি: সংগৃহীত।
জন্মসূত্রে নোরা কানাডার নাগরিক। নাচের জন্যই ভারতে তার আকাশছোঁয়া জনপ্রিয়তা। তার নাচের ভিডিও অনুরাগীদের কাছে অন্যতম আকর্ষণ। নাচের রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনেও জায়গা পেয়েছেন নোরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার অনুসারীর সংখ্যা ৭ কোটির বেশি। নাচ, গানের পাশাপাশি তিনি মডেলিংয়েও সেরা।
শহরের ফ্যাশন কুইন
ব্যস্ত রাস্তায় হেঁটে যাচ্ছেন, আর সবাই তাকিয়ে আছে তাঁর দিকে! সহজাত স্টাইল আর আত্মবিশ্বাসে ভরা প্রতিটি পদক্ষেপে তিনি আবারও প্রমাণ করলেন—ফ্যাশন ও এলিগেন্স যেন তাঁর রক্তে মিশে আছে।
আরবান গ্লো
নিউইয়র্কের ঝলমলে পরিবেশের মাঝে তিনি আরও উজ্জ্বল! ট্রেন্ড আর ক্লাসিক সৌন্দর্যের মিশেলে তাঁর উপস্থিতি ছিল নজরকাড়া।
সহজাত গ্ল্যামার
শহরের প্রাণকেন্দ্রে হাঁটছেন আত্মবিশ্বাসের সাথে, যেখানে কমফোর্ট আর ক্লাসিক স্টাইলের দুর্দান্ত মিশ্রণ ফুটে উঠেছে তাঁর পোশাকে।
স্ট্রিট স্টাইল
ক্যাজুয়াল হাঁটাহাঁটি হোক বা জমকালো ইভেন্ট—শহরের প্রতিটি মুহূর্তে তিনি ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করেছেন!
নিয়ন নাইটস
আলোকিত স্কাইলাইনের নিচে, নজরকাড়া স্টাইলে তিনি যেন এক সিনেমাটিক দৃশ্যের অংশ! শহরের আলোয় তাঁর গ্ল্যামার আরও উজ্জ্বল হয়ে উঠেছে।
নুসরাত