
ছবি: সংগৃহীত
কিছুদিন আগে বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি জানিয়েছেন যে, তাঁরা মা–বাবা হতে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা এই সুখবর সবার সঙ্গে শেয়ার করেন। নতুন খবর অনুযায়ী, অন্তঃসত্ত্বা হওয়ার কারণে কিয়ারা এক বড় প্রোজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন। তবে তিনি আগামী দিনগুলিতে ‘ওয়ার ২’ ও ‘টক্সিক’-এর মতো বড় বাজেটের ছবিতে অভিনয় করবেন। এখন এই দুই ছবির শুটিং একসঙ্গে করছেন এবং অন্তঃসত্ত্বা হওয়ায় শুটিং দ্রুত শেষ করতে চান। শুটিং শেষ হলে মাতৃত্বকালীন ছুটিতে চলে যাবেন কিয়ারা এবং এই সময়টা তিনি পুরোপুরি উপভোগ করতে চান।
এদিকে, কিয়ারা একটি বড় ফ্র্যাঞ্চাইজির ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, তিনি বহুল প্রতীক্ষিত ‘ডন ৩’ সিনেমা থেকে সরে এসেছেন। ফারহান আখতারের পরিচালনায় এই ছবির ব্যাপারে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছিল এবং অনেকেই মনে করছিলেন, ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির অংশ হওয়া কিয়ারার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ হবে। তবে মাতৃত্বের দিকে মনোযোগ দেওয়ার জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং পেশাগত জীবনের তুলনায় পরিবারকে গুরুত্ব দিয়েছেন।
এদিকে, সিদ্ধার্থ কিয়ারাকে বিশেষ যত্ন নিচ্ছেন। এই দম্পতি এখন থেকেই তাদের হবু সন্তান নিয়ে বেশ সিরিয়াস। কিয়ারা কোনো ঝুঁকি নিতে চান না, তাই ‘ডন ৩’-এর মতো ছবি থেকে সরে দাঁড়াতে দ্বিতীয়বার ভাবেননি। ছবির প্রধান চরিত্রে রণবীর সিংকে দেখা যাবে এবং কিয়ারার পরিবর্তে এখন অন্য নায়িকার খোঁজ চলছে। ‘ডন ৩’ ছবিতে বিক্রান্ত ম্যাসির খলনায়ক চরিত্রেও অভিনয় করবেন।
কিয়ারা কিছু মাস পরেই মা হওয়ার পর কাজের জগতে ফিরবেন।
আসিফ