ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

হিজাব পরার কারণে কাজ বেশি পাচ্ছি: অহনা

প্রকাশিত: ২২:০৬, ৬ মার্চ ২০২৫

হিজাব পরার কারণে কাজ বেশি পাচ্ছি: অহনা

ছবিঃ সংগৃহীত

অভিনেত্রী অহনা জানিয়েছেন, হিজাব পরার কারণে তার কাজের কোনো কমতি হয়নি, বরং তিনি আগের চেয়ে বেশি কাজ পাচ্ছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, "আল্লাহর রহমতে কাজ কাজের মতোই আছে, হিজাবের কারণে আমি ব্র্যান্ড ওপেনিংয়েও চলে এসেছি।"

তিনি আরও বলেন, "ইতিহাসের পাতায় দেখা যায়, কখনো কোনো নায়িকা সুন্দরভাবে হিজাব পরতে পারেনি। তবে আমি মনে করি, অভিনয় একটি আলাদা সেক্টর। সেখানে নির্দিষ্ট চরিত্রের প্রয়োজন অনুযায়ী পোশাক নির্ধারিত হয়।"

বিয়ের প্রসঙ্গে অহনা বলেন, "এ বিষয়ে সত্যি কিছু জানি না। আল্লাহ যার জন্য নির্ধারণ করে রেখেছেন, সেটাই হবে। যদি কাউকে রাখেন, তাহলে থাকবেন, না রাখলে নেই।"

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/15aAqBKKmn/

মারিয়া

×