
ছবি: সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বলেন, "আমাদের যখন প্রেম হয়, তখন কিন্তু আমরা আরেকটা মানুষের সাথে আমাদের কথা বলতে ভালো লাগে না। কারণ আমরা কমিটেড। দোষটা আসলে তখনই হয় যখন একটা মানুষ কমিটেড থেকে অন্য কিছুতে ইনভলভ হয়।"
প্রাক্তন নিয়ে তিনি বলেন, "প্রাক্তন শব্দটা আমার কাছে খুব সুন্দর একটা শব্দ। কারণ ঐ মানুষটার সাথে আমার যেমন খারাপ ঘটনা আছে তেমনি সুন্দর ঘটনাও আছে। যখন সে আমার প্রেমে ছিলো, আমাকে পটানোর জন্য অনেক কিছু করতো। ঐ জিনিসগুলো আসলেই সুন্দর।"
তিনি আরো বলেন, "প্রাক্তন আমার কাছে খুব সুন্দর একটা নাম। ও আমার জন্য এটা করেছিলো, রাতে আমার জন্য দাঁড়িয়ে থাকতো, এই এরিয়া থেকে আমার জন্য ঐ এরিয়ায় চলে আসতো আমার জন্য।"
আবীর