
ছবি: সংগৃহীত।
বলিউডের প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহা তার খোলামেলা বক্তব্যের জন্য সুপরিচিত। তিনি সবসময় স্পষ্টভাষী এবং অকপট মন্তব্যের জন্য আলোচনায় থাকেন। ২০১৬ সালে প্রকাশিত তার আত্মজীবনী "Anything But Khamosh" (চুপচাপ নয়, অন্য কিছু) বইটিতে তিনি নিজের জীবনের অনেক অজানা অধ্যায় উন্মোচন করেছেন। বিশেষ করে, অমিতাভ বচ্চনের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন ও রেখার ভূমিকা নিয়ে বইটিতে উল্লেখযোগ্য তথ্য দিয়েছেন।
রেখার কারণে দূরত্ব তৈরি হয়েছিল?
শত্রুঘ্ন সিনহার মতে, অমিতাভের সঙ্গে তার বন্ধুত্বের অবনতি হওয়ার পেছনে পরোক্ষভাবে রেখার ভূমিকা ছিল। তিনি আত্মজীবনীতে জানান, ‘কালা পাথর’ ছবির শুটিং চলাকালীন সময়ে অভিনেত্রী রীনা রায়ের সঙ্গে তার বন্ধুত্ব গভীর হয়। তিনি প্রায়ই রীনার বাড়িতে যেতেন, তবে রীনা কখনো তাকে অন্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিতেন না। শত্রুঘ্ন লিখেছেন, “ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবাই কার সঙ্গে কার সম্পর্ক রয়েছে তা জানত। রীনা যখন আমার মেকআপ রুমে থাকত, তা কারও অজানা থাকত না। এসব কখনোই গোপন রাখা যায় না।” তিনি মনে করেন, এসব কারণেই তার ও অমিতাভের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল।
২০ বছর ধরে কথাই বলেননি রেখা ও শত্রুঘ্ন!
শত্রুঘ্ন সিনহা এক সাক্ষাৎকারে রেখার সঙ্গে তার সম্পর্কের বিষয়ে খোলাখুলি কথা বলেন। তিনি স্বীকার করেন, তাদের চিন্তাধারায় পার্থক্য ছিল এবং এর ফলে প্রায় ২০ বছর তারা একে অপরের সঙ্গে কোনো কথা বলেননি। তবে স্ত্রী পুনম সিনহার মধ্যস্থতায় দুজনের সম্পর্ক পুনরায় স্বাভাবিক হয়। শত্রুঘ্ন নিজেই জানান, তিনি একাধিকবার রেখাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন, তবে রেখা কখনো তার বিরুদ্ধে খারাপ কিছু বলেননি।
অতীতের তিক্ততা ভুলে নতুন সম্পর্ক
বর্তমানে শত্রুঘ্ন সিনহার পরিবারের সঙ্গে রেখার সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। সম্প্রতি তিনি শত্রুঘ্নের কন্যা সোনাক্ষী সিনহার বিয়েতে উপস্থিত ছিলেন এবং তার জন্মদিনের অনুষ্ঠানেও অংশ নেন। এসব ঘটনাই প্রমাণ করে যে অতীতের তিক্ততা তারা ভুলে গিয়ে এখন নতুনভাবে সম্পর্ক বজায় রাখছেন।
নুসরাত